আবারও একসঙ্গে অপূর্ব-তটিনী

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ক্যারিয়ারের অল্প সময়ে সবার কাছে হয়ে জনপ্রিয় উঠেছেন। এরই মধ্যে নির্মাতা ও দর্শকের কাছে তার আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। সারা বছর নাটকে নিয়মিত অভিনয় করলেও উৎসবকেন্দ্রিক ব্যস্ততা আরও বেশি। 'সুহাসিনী', 'বাঁচিবার হলো তার সাধ' ও 'সময় সব জানে'সহ বেশ কয়েকটি নাটক, ওয়েব সিনেমায় অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন তরুণ এ অভিনয়শিল্পী। তটিনী মানে নদী। তাই হয়তো নদীর মতোই তিনি বয়ে চলছেন অবলীলায়। অভিনয়ের সঙ্গে নজরকাড়া চাহনি আর ঠোঁটের মিষ্টি হাসিতে দর্শকের মন কেড়েছেন। প্রাতিষ্ঠানিকভাবে অভিনয় না শিখলেও দক্ষতার গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এরই মধ্যে। ক্যারিয়ার ভাবনার শুরুতে ডাক্তার হওয়ার ইচ্ছা থাকলেও এখন তিনি পুরোপুরি দর্শকপ্রিয় একজন অভিনেত্রী। অনেকের ভাষ্যমতে, মেহজাবীন ওটিটি, সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় তার শূন্যতা পূরণ করছেন তটিনী। মেহজাবীনের অপূর্ণতা ভালো করেই পুষিয়ে দিতে সমর্থ হয়েছেন তিনি। এ সময়ের জনপ্রিয় প্রায় সব তারকার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন এ অভিনেত্রী। যার সঙ্গেই জুটি বেঁধেছেন দর্শকপ্রিয় সার্থক নাটক উপহার দিয়েছেন। তবে অপূর্বর সঙ্গে তার জুটিটা খানিকটা ভিন্ন। সর্বশেষ '?পথে হলো দেরি' নামে একটি নাটকে অপূর্বর সঙ্গে জুটি হয়েছিলেন তটিনী। তাও হয়ে যাবে বছরখানেক। মাঝখানের সময়টুকু তাদের একসঙ্গে আর কাজ করা হয়নি। এবার পর পর দুটি নাটকে অপূর্বর বিপরীতে কাজ করছেন তিনি। নাটকগুলোর নাম এখনো ঠিক হয়নি। তবে পরিকল্পনা চূড়ান্ত। তটিনীর কথায়, অপূর্বর বিপরীতে কাজ করে অভিনয় সম্পর্কে অনেক কিছুই শেখার আছে। প্রতিটি দৃশ্য করার আগে রিহার্সেল করে অভিনয় বের করার গুণটা তার দারুণ। কাজের সময় সহশিল্পীরা অপূর্ব ভাইয়ের কাছ থেকে কোনো না কোনো কিছু শেখার সুযোগ পান। নাটকের সংখ্যা, মান ও ভিউর মানদন্ড নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। তবে ভিউর চেয়ে মানের দিকেই বেশি নজর তটিনীর। এ জন্যই হয়তো সংখ্যার চেয়ে নাটকের মানের দিকে বেশি জোর দেন তিনি। তার বক্তব্যে উঠে এসেছে সে বার্তাই। তিনি জানান, নাটকের সংখ্যা বা ভিউ দিয়ে ভালো নাটকের মান নির্ধারণ হয়, আমার কাছে মনে হয় না। দেখা যায়, একটা নাটকে অনেক ভিউ, কিন্তু সেটি খুব ভালো নাটক নয়। আড়ালে পড়ে থাকা অনেক ভালো নাটক আছে, যেগুলোর তেমন ভিউ নেই। আমাদের অনেক দর্শক হালকা কনটেন্ট দেখতে পছন্দ করে। সহজ জিনিস দেখতেই বেশি পছন্দ করি আমরা। সে জায়গা থেকে সংখ্যা বা ভিউর দিকে নজর না দিয়ে ভালো গল্পের নাটকের দিকে বেশি জোর দিচ্ছি। দর্শক সেটা সাদরে গ্রহণও করছে।