সৃষ্টিকর্তাকে ধন্যবাদ হাসিনার পতন হয়েছে সাদিয়া আয়মান
প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
অল্পবয়সেই বাংলা মিডিয়াতে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন সাদিয়া আয়মান। ২০১৯ সালে টু বি ওয়াইফ নাটক দিয়ে অভিনয়জগতে পা রাখেন সাদিয়া আয়মান।
তরুণ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে লাল প্রোফাইল ছবি দিয়েছেন। একই সঙ্গে সমালোচনা করেছিলেন বিটিভি ভবন পরিদর্শনে যাওয়া শিল্পীদের একাংশের।
সেসময় অভিনেত্রী শমী কায়সার বলেছিলেন, 'বিটিভি প্রাঙ্গণে এসে চোখের পানি ধরে রাখতে পারিনি।' আর সেই কার্ডটি শেয়ার করে সাদিয়া লিখেছিলেন, 'শেম অন ইউ গাইজ।'
নিজের মন্তব্যের ব্যখ্যাও দিয়েছিলেন তিনি। সাদিয়া আয়মান লিখেছেন, 'একসময়ের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা বিটিভি প্রাঙ্গণে গিয়ে চোখের পানি ঝরিয়েছেন। অবশ্যই তাদের জীবন ও ক্যারিয়ারের সঙ্গে বিটিভিকেন্দ্রিক স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত। তাদের দুঃখ পাওয়াটা হয়তো স্বাভাবিক। কিন্তু! এতগুলো ছাত্র-ছাত্রী, শিশু, মা, বোন, সাধারণ মানুষ যে মারা গেল তা নিয়ে একবারও কিচ্ছু বললেন না! একবারও দুঃখ প্রকাশ করলেন না। একবারও এই মানুষগুলোর হত্যার বিচার চেয়ে কিছু বললেন না। কেন?'
ক্ষোভ জানিয়ে পোস্টে সাদিয়া আরও লিখেছিলেন, 'কারণ যারা এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন তারা আপনাদের কেউ না। তাদের বা তাদের পরিবারের দ্বারা আপনাদের কোনো লাভ হবে না, স্বার্থ হাসিল হবে না এবং ক্ষমতাও পাবেন না। তা-ই কি? নিজেদের লাভ-লস চিন্তা করে, ক্ষমতার স্বার্থে কিংবা কাউকে দেখানোর জন্য আপনারা যে কথাগুলো ক্যামেরার সামনে বলেছেন এগুলো সারাজীবন আর্কাইভে তো থাকবেই, আমাদের মনেও থেকে যাবে। জেনারেশন টু জেনারেশন জানবে ৯০ দশকের যাদের অভিনয় টিভি স্ক্রিনে দেখে আমরা মুগ্ধ হয়েছি এখন তাদের বাস্তবজীবনের কর্ম দেখে আমরা বিস্মিত এবং লজ্জিত! দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আপনাদের প্রতি শ্রদ্ধা হয়তো আর কখনো ফিরে আসবে না।'
মাত্র চব্বিশ বছরের সাদিয়া আয়মান। এই বয়সেই যে অভিনেত্রীর ছাত্র আন্দোলনের পক্ষে সংবেদনশীলতা জাগ্রত হতে পারে ওই বুড়ো শিল্পী শমী, প্রাচীদের সংবেদনশীলতার কাজ যেন সরকারের দালালি করাই! দেশের চলমান পরিস্থিতির জন্য এতদিন শুটিংয়ে ছিলেন না। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের দফায় দফায় হামলায় সহস্রাধিক শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। এছাড়া আহত হয়েছেন অনেক শিক্ষার্থী। আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও গণগ্রেপ্তারও হয়। আন্দোলন সামাজিকমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সক্রিয় ছিলেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সেই তালিকায় শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও ছিলেন।
তবে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যান। সম্প্রতি শোবিজে কাজও শুরু হয়েছে। বিরতি শেষে শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী সাদিয়া আয়মানও। সম্প্রতি তিনি শেষ করলেন 'পুতুল পুতুল খেলা' নামে একটি নাটকের শুটিং। এটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমি।
কাজ শুরু প্রসঙ্গে সাদিয়া বলেন, 'আন্দোলন, বন্যায় দেশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। পরিস্থিতি বিবেচনায় কাজ করা হয়নি। ফাহমি ভাইয়ের পরিচালনায় একটি নাটকের শুটিং শেষ করলাম। কাজটি করে বেশ ভালো লেগেছে। আশা রাখি দর্শকদের ভালো লাগবে।'
ছাত্র-জনতার পক্ষে আন্দোলনে সরব থাকায় বেশ ধকল পোহাতে হয়েছে সাদিয়া আয়মানকে। হুমকি পাওয়ার ঘটনাও ঘটেছে এই অভিনেত্রীর জীবনে। তবে এসব কিছুকে গুরুত্ব না দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছেন।
আন্দোলনের সময়গুলোর কথা স্মরণ করে তিনি বলেন, 'সে সময়ে লেখালেখি করায় আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী, আমি কে, এসব জানতে চাওয়া হয়েছে। আলস্নাহর কাছে শুকরিয়া যে সেই সরকারের পতন হয়েছে। তা না হলে আমিসহ আরও অনেককেই বিপদে ফেলত ওরা। মানুষ তাদের চিনতে পেরেছে। কিছু শিল্পীর মুখোশ উন্মোচন হয়েছে। তাদের আসল চেহারা প্রকাশ পেয়েছে।'