নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাওয়া নানান মজার বিষয় নিয়ে বাংলাভিশনে প্রচার হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক 'কমন প্রবলেম'। জাতীয় নয়, এটি মূলত একটি অ্যাপার্টমেন্ট বাসিন্দাদের মধ্যে নির্বাচন। এটি অ্যাপার্টমেন্টকেন্দ্রিক হলেও, মূলত দেশের যে কোনো নির্বাচনেরই প্রতীকী রূপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আহসান আলমগীরের রচনা ও তপু খানের পরিচালনায় নাটকটি প্রচার হবে ৮ সেপ্টেম্বর থেকে প্রতি সপ্তাহে রোব ও সোমবার রাত ৮টা ৩০ মিনিটে। অভিনয় করেছেন চাষী আলম, সাইদুর রহমান পাভেল, শাহনাজ খুশী, মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, নাইমা আলম মাহা, শ্রেয়শী শ্রেয়া, স্বর্ণলতা, শিবলী নোমান, সিয়াম মৃধা, সাদিয়া রুবায়েত, আফরিন, আরফান মৃধা শিবলুসহ অনেকে।
ধারাবাহিকের গল্প প্রসঙ্গে নির্মাতা তপু খান জানান, ঢাকার একটি অ্যাপার্টমেন্টে বিভিন্ন মানসিকতার মানুষ বসবাস করে। কেউ ফ্ল্যাট কিনে বসবাস করে, আবার কেউ ভাড়া থাকে। এই বাসিন্দাদের সেবার জন্য রয়েছে একটি কমিটি। আর সেই কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তাদের প্রচারণা নিয়ে ব্যস্ত। এ নিয়ে সাবেক চিত্রনায়িকা চম্পাকলি ও ব্যবসায়ী জুলমত আলীর মধ্যে সভাপতি পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। এদিকে সদ্য বিদায়ি সভাপতি জুলমত নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করে বদরুল চৌধুরীকে। কিন্তু জুলমতের পূর্বে দুই বছরের সাবেক সভাপতি চম্পাকলি কিছুতেই বদরুলকে নির্বাচন কমিশনার হিসেবে মানতে রাজি নন। এরমধ্যে কিছু সুযোগসন্ধানী লোক উসকানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে চেষ্টা চালিয়ে যায়। এভাবে এগিয়ে চলবে ধারাবাহিকের গল্প।
তপু খান বলেন, 'গল্পটি একটি অ্যাপার্টমেন্টের হলেও এটি মূলত আমাদের দেশের নির্বাচনী কালচারের প্রতিচ্ছবি। আশা করছি দর্শকরা তাদের প্রার্থীদের সঙ্গে চরিত্রগুলোর মিল খুঁজে পাবেন। গল্পটি যেমন মজার, তেমন বাস্তবতার। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ জানালাম।'