টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক মলাটে স্থান পেয়েছেন অনিল কাপুর। তিনি একা নন, আছেন আরও অনেকে। ম্যাগাজিনের এবারের সংখ্যাটি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রভাবশালী ১০০ জনকে নিয়ে। প্রশ্ন হলো, সেখানে অনিল কাপুর আসেন কেমন করে?
মূলত গত বছর সেপ্টেম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে অনিল কাপুর একটি যুগান্তকারী ঘটনা ঘটান। তার নাম, কণ্ঠ বা বিশেষ সংলাপ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কোনো কনটেন্ট বানানোয় নিষেধাজ্ঞা দেন দিলিস্ন হাইকোর্ট। এ সূত্রে ভ্যারাইটির সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন অনিল কাপুর। সেখানে তিনি বলেন, 'কোর্টের রায়ে আমি সন্তুষ্ট ও খুশি। এছাড়া বিষয়টা শুধু আমার না, আরও অনেকের জন্যই ভালো হবে।'
অনিল কাপুর এদিন দুটো ছবি পোস্ট তার অনুরাগীদের সঙ্গে একটি খুশির খবর ভাগ করে নেন। জানান তিনি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের ভবিষ্যৎ গঠনের অন্যতম কারিগর হিসেবে স্বীকৃত হয়েছেন। আর এই খবর ভাগ করার পরই তাকে কটাক্ষ করা হয়। অনিল কাপুর এদিন দুটো ছবি পোস্ট করেন। একটি কেবল তার। আরেকটিতে আরও একাধিক তারকার সঙ্গে তার ছবি। সেই ছবির উপরে লেখা টাইম ১০০/ ধর। এই ছবি দুটো পোস্ট করে অনিল কাপুর লেখেন, 'অত্যন্ত কৃতজ্ঞ এবং খুশির সঙ্গে জানাচ্ছি যে দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের ভবিষ্যতকে রূপ দিচ্ছেন, তাদের মধ্যে আমিও আছি। আমি নিজেকে এই তালিকায় খুঁজে পেয়ে অত্যন্ত সম্মানিত বোধ করছি। টাইমের এই স্বীকৃতি কেমন সম্মান নয়, একই সঙ্গে ক্রিয়েটিভিটি এবং নতুন কিছু উদ্ভাবনে আমার সফরকেও বোঝাচ্ছে।'
অনিল কাপুরের এই পোস্টে যেমন তাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, তেমন অনেকেই কটাক্ষ করেছেন।