মার্কিন লেখক সংঘের সদস্যপদ পেলেন নুহাশ হুমায়ূন

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
যুক্তরাষ্ট্রের টিভি, রেডিও, চলচ্চিত্র ও অনলাইন গণমাধ্যমের লেখকদের প্রতিনিধিত্বকারী সংগঠন 'রাইটার্স গিল্ড অব আমেরিকা'র সদস্যপদ পেলেন বাংলাদেশি নির্মাতা ও প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন। গত বৃহস্পতিবার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি নিজেই সুখবরটি জানিয়েছেন। রাইটার্স গিল্ডের সদস্য কার্ডের ছবি ফেসবুকে শেয়ার করে নুহাশ লিখেছেন, যদি আপনি কখনো আমার গল্প দেখে থাকেন, প্রশংসা বা সমালোচনা করেন, গল্প বলিয়ে হিসেবে এই জার্নির পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ। গণমাধ্যমকে নুহাশ হুমায়ূন বলেন, হলিউডে বেশকিছু কাজের সূত্রেই এই সদস্যপদ পেলাম। প্রজেক্টগুলো কী, সেটা এখনই বলতে পারব না, এটা গোপনীয়। তবে বাংলাদেশেও কাজ করছি আবার বাইরেও রাইটার্স গিল্ডের সদস্যপদ পেলাম, এটা খুব ভালো লাগছে।