জোভান-তটিনীর 'হঠাৎ বৃষ্টি'
প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
নব্বই দশকের প্রেমের গল্পে মজেনি এমন দর্শক খুঁজে পাওয়া কঠিন। এবার সেই প্রেমের গল্প আধুনিকতার ছোঁয়ায় কেমন করে উঠে এমন গল্পে নির্মিত হয়েছে নাটক 'হঠাৎ ভালোবাসা'। সফট রোমান্টিক ধাঁচের এই নাটকে জুটি বেঁধে হাজির হয়েছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইরা তটিনী। ফারহান আহমেদ জোভান বলেন, খুবই সুন্দর একটা গল্প। নাইন্টিজের প্রেমের গল্প। যদিও অনেকদিন আগে করা কাজটি কিন্তু দেশের পরিস্থিতির কারণে এতদিন মুক্তি পায়নি। দর্শক কাজটি দেখে উপভোগ করবে। আর তটিনী আগের চেয়েও অনেক ম্যাচিউর হয়েছে, ভালো করেছে। পরিচালক ইমরাউল রাফাত বলেন, অনেক গল্পে কাজ করা হয়। কিন্তু এই গল্পটি আমার একটু বেশি প্রিয়। একটি থাই মুভি ও 'হঠাৎ বৃষ্টি' থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেছি। যারা কাজটি দেখবেন অন্যরকম ফিল পাবেন।
তিনি আরও বলেন, জুলাইতে মুক্তির কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে মুক্তি পেছানো হয়। এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। এ কারণে নাটকটি মুক্তি দেওয়া হচ্ছে। আশা করছি দর্শকরা অনুপ্রাণিত করবেন। প্রায় অনেকদিন পর জোভান-তটিনী জুটির নাটক দেখতে পাবেন দর্শক। গত বৃহস্পতিবার নাটকটি উন্মুক্ত হয়েছে কেএস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। মোহাম্মদ কামরুজ্জামান প্রযোজিত এই নাটকটিতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, আবদুলস্নাহ রানা, শাহবাজ সানী প্রমুখ।