গত বছরটা ছিল শাহরুখ খানের প্রত্যাবর্তনের বছর। প্রায় চার বছরের বিরতি নিয়ে গত বছর তার তিনটি ছবি মুক্তি পায়- 'পাঠান', 'জওয়ান' ও 'ডাঙ্কি'। তিনটি ছবির মধ্যে প্রথম দুটির ব্যবসা ১০০০ কোটি ছাড়িয়ে যায়। বছরজুড়েই সাফল্য ঘিরেছিল তাকে। তাতেই বিনোদনজগতের মধ্যে সর্বোচ্চ করদাতা হলেন শাহরুখ। এবার অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, সালমান খান, বিরাট কোহলিদের পেছনে ফেলে চলতি বছরে সর্বোচ্চ ৯২ কোটি রুপি কর দিয়েছেন বলিউড কিং।
এর আগে ২০২২ সালে বিনোদনজগতের সর্বোচ্চ করদাতা ছিলেন অক্ষয় কুমার। এবার তাকে ছাপিয়ে গেলেন শাহরুখ। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণী ছবির তারকা বিজয় থালাপতি। ২০২৪ সালে ৮০ কোটি রুপি কর দিয়েছেন তিনি। সিনেমা, বিজ্ঞাপন সব মিলিয়ে তিনিই দ্বিতীয় তারকা, যিনি সব থেকে বেশি কর দিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন সালমান খান। তিনি দিয়েছেন ৭৫ কোটি রুপি। ৭১ কোটি দিয়ে চতুর্থ স্থানে অমিতাভ বচ্চন। আর ৬৬ কোটি রুপি কর দিয়ে পঞ্চম স্থানে রয়েছেন বিরাট কোহলি।
এই বছর প্রথম পাঁচ করদাতার মধ্যে নেই অক্ষয়। গত বছর একের পর এক ছবি ব্যর্থ হয়েছে বক্স অফিসে। কমেছে বিজ্ঞাপনও।