রুনা লায়লার গান লুইপার কণ্ঠে
প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
রুনা লায়লার জনপ্রিয় গান 'যখন থামবে কোলাহল'। গত চার দশকে রুনা লায়লার পর এ গান গাওয়ার চেষ্টা অনেকে করলেও তার কণ্ঠেই যেন চিরন্তন ভালো লাগার হয়ে আছে। তার পরও অনেক শিল্পী রুনা লায়লার প্রতি শ্রদ্ধা-ভালোবাসা জানিয়ে এখনো গানটি কাভার করেন। এ প্রজন্মের শ্রোতানন্দিত সঙ্গীতশিল্পী লুইপাও করেছেন। রুনা লায়লাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েই তিনি গানটি কাভার করেছেন।
যখন থামবে কোলাহল 'লুইপা অফিশিয়াল'-এ প্রকাশের পর বেশ ভালো সাড়া পায়। অর্থাৎ তার কণ্ঠেও বিভিন্ন জেনারেশনের শ্রোতা-দর্শক এটি শুনে মুগ্ধ হয়েছেন। ইউটিউবে অনেক শ্রোতা-দর্শকই প্রশংসা করছেন তার গায়কীর। কেউ লিখেছেন, দীর্ঘদিনের চর্চা না থাকলে এত ভালোভাবে গানটি গাওয়া সম্ভব নয়। কেউ লিখেছেন, যেন মনের গভীর থেকে মধুর আওয়াজ বের হয়ে আসছে। কেউ লিখেছেন, আজ থেকে এক দশক আগেই বুঝতে পেরেছিলাম, লুইপা একদিন বাংলাদেশের অন্যতম সেরা একজন গায়িকা হবেন। কেউ আবার রুনা লায়লার এ গান গাওয়ার সাহস করাকেও প্রশংসা করেছেন। লুইপা বলেন, 'যখন সর্বোচ্চ শ্রদ্ধার কোনো শিল্পীর গান গাইতে যাই, তখন আসলে মনের ভেতর প্রচন্ড ভয় কাজ করে, না জানি কোনো ভুল হয়ে যায়। আর যখন আমার সবচেয়ে প্রিয় শিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের গান হয়, তখন বুকের ভেতর কাঁপনটা অনেক বেশি থাকে। তার পরও শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় আয়োজন তার গান কাভার করে গাওয়া, চেষ্টা করেছিলাম। ভুলত্রম্নটি হলে যেন তিনি ক্ষমা করে দেন, আমি বা আমরা ছোট যারা, তারা নিয়মিত এ চেষ্টাটুকু করি। তাদের তো আসলে আমাদের দেওয়ার কিছু নেই। আছে শুধু এভাবেই ভালোবাসা দেওয়ার, শ্রদ্ধা জানানোর।'