শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাইনি শবনম ফারিয়া

বিনোদন রিপোর্ট
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাইনি শবনম ফারিয়া

হোয়াটসঅ্যাপ গ্রম্নপ 'আলো আসবেই' নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা এখন তুঙ্গে। গ্রম্নপটি নিয়ে এখন অনেকেই কথা বলছেন। এবার নিজের সঙ্গে ঘটে যাওয়া অবিচার নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া। ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন তার অভিজ্ঞতার কথা।

ফেসবুক পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, 'আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম, আমি দেবীর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি, পরদিন গেজেটে দেখি, কোনো এক বিশেষ দলের এক সদস্যের নাম! ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাই নাই, কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইনজাস্টিসের বিচার করে, তা দেখতে ভালো লাগে।' এরপর তিনি অ্যাওয়ার্ড নিয়ে সচ্ছতার কথা জানিয়ে আরও লিখেছেন, 'আশা করি, এখন থেকে শুধু যোগ্যতা আর দক্ষতা দিয়েই ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, চাটুকারিতার জন্য না।' শবনম ফারিয়ার এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

শবনম ফারিয়া ফারিয়াকে এখন আর সেভাবে অভিনয়ে দেখা যায় না। বর্তমানে তিনি নিজস্ব কনটেন্ট নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তবে স্ট্যাটাসে যেই বিষয়টি নিয়ে এই অভিনেত্রী অভিযোগ তুলেছেন, এটি নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত দেবী সিনেমায় অভিনয় নিয়ে। যেখানে তিনি নীলু চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন। এই চরিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা থাকলেও পরে সেটি থেকে তিনি বঞ্চিত হন। সিনেমায় ফারিয়া ছাড়াও আরও অভিনয় করেন- চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অনিমেষ আইচ, ইরেশ যাকের, নূরে আলম নয়নসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে