বিরতিতে যাচ্ছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
গান দিয়ে একজন সঙ্গীতশিল্পী যতটা অর্জন করতে পারেন, তার সবই পেয়েছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল। আকাশচুম্বী জনপ্রিয়তা, তুমুল সাফল্য আর পুরস্কারের মঞ্চে বাজিমাত; সবই রয়েছে তার ক্যারিয়ারে। কিন্তু ক্যারিয়ারের এই সুসময়ে হঠাৎ তিনি ভক্তদের দিলেন দুঃসংবাদ। অ্যাডেল জানিয়েছেন গান থেকে দূরে সরে যাচ্ছেন তিনি। তবে একেবারেই যে যাচ্ছেন না তা-ও জানালেন। কিন্তু আবার কবে নতুন গান বো কনসার্ট নিয়ে ফিরবেন সে কথা কিছুই বলেননি। অনির্দিষ্টকালের জন্য গান থেকে বিরতিতে যাচ্ছেন অ্যাডেল। জানিয়েছেন বিশ্রাম নিজেকে সময় দেওয়ার জন্যই বিরতি নিচ্ছেন তিনি। আসছে নভেম্বরে লাস ভেগাসের শো শেষে এই বিরতিতে যাবেন বলে গত শনিবার মিউনিখ কনসার্ট শেষে জানিয়েছেন অ্যাডেলে। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, 'পারফর্ম্যান্সে খুব বেশি কমফোর্টেবল নই আমি। তবে আমি বেশ ভালো করেই করি এটা। তিন বছর ধরে মঞ্চে গাওয়ার বিষয়টি বেশ উপভোগও করছি। এতটা কখনো করিনি আর করবও না।' এই বিখ্যাত শিল্পী আরও বলেন, 'যতদিন বিরতিতে থাকব, আমি আপনাদের আমার হৃদয়ে ধরে রাখব। গত তিন বছর ধরে যেসব শো করেছি, সেগুলোর কথা ভাবব। দারুণ কেটেছে সময়গুলো। এখন আমার বিশ্রাম প্রয়োজন।' সব শেষে তিনি বলেন, 'আমি নিজের জন্য নতুন জীবন গড়ার পেছনে গত সাত বছর খরচ করেছি। এখন এই জীবন উপভোগ করার সময়। এই শোগুলো চিরকাল মনে থাকবে আমার।'