শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ক্ষমা চাইলেন কাঞ্চন মলিস্নক

বিনোদন ডেস্ক
  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্ষমা চাইলেন কাঞ্চন মলিস্নক

আরজি কর কান্ডে প্রতিবাদ করায় জুনিয়র চিকিৎসকদের নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করে তোপের মুখে পড়েছেন অভিনেতা কাঞ্চন মলিস্নক। এরপরই অভিনেতাকে নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে বয়কটের ডাক দেন। এরপর অবশেষে এক ভিডিও বার্তায় নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান কাঞ্চন। ভিডিওতে তিনি বলেন, 'গতকাল একটি ধর্নামঞ্চে আমি কিছু মন্তব্য করে ফেলি। যা নিয়ে সমালোচনা হয়। আমি আমার বক্তব্যের জন্য দুঃখিত এবং লজ্জিত।'

কাঞ্চন আরও জানান, তিনি কোনো সাফাই গাওয়ার জন্য এই ভিডিওটি করেননি। তিনি অন্তর থেকে অনুভব করতে পেরেছেন তার ত্রম্নটি। তার কথায়, 'বাড়িতে আমারও স্ত্রী, অসুস্থ ব্যক্তি রয়েছেন। যাকে সুস্থ রাখতে চিকিৎসা পরিষেবার প্রয়োজন পড়ে। এ ছাড়া আরও অনেককেই প্রয়োজন অনুযায়ী পরিষেবার ব্যবস্থা করে দিই।'

এর পরই তিনি ধৈর্যচু্যতির সঙ্গত কারণ তুলে ধরেন। জানান, তার ভাইয়ের সমান এক বন্ধুর মা মস্তিষ্কে রক্তক্ষরণ থেকে মৃতপ্রায় ছিলেন। ওই ব্যক্তি সেদিনও পরিষেবার জন্য কাঞ্চনের দ্বারস্ত হয়েছিলেন। চিকিৎসকদের ধর্মঘট থাকায় তাকে বাঁচানো যায়নি। সেদিনই ভেঙে পড়েন তিনি। বিধায়ক-অভিনেতা এ-ও বলেন, 'তার পরেও আমি চিকিৎসক এবং চিকিৎসা পরিষেবা নিয়ে কোনো খারাপ মন্তব্য মন থেকে করতে চাইনি। পরিস্থিতির কারণে সবাই অশান্ত।' জানান, তার উপরেও আরজি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনার প্রভাব পড়েছে। তিনিও আন্তরিকভাবে নির্যাতিতার জন্য ন্যায়বিচার চাইছেন। ভিডিওর শেষে একজন সাধারণ মানুষের মতোই সবার কাছে ক্ষমা চেয়ে নেন। নাট্য পরিচালক সুজননীল মুখোপাধ্যায় তার নাটকের আগামী শো থেকে কাঞ্চনকে ইতোমধ্যেই বাদ দিয়েছেন। বাকিরাও তার অজ্ঞানতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে