মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

চর এলাকার বন্যার্তদের সহায়তায় জোভান

বিনোদন রিপোর্ট
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চর এলাকার বন্যার্তদের সহায়তায় জোভান

বন্যা পরিস্থিতিতে দেশের বিভিন্ন জেলা পস্নাবিত। এমন অবস্থায় বন্যাদুর্গতদের উদ্ধারে ইতিমধ্যে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনীসহ স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। ত্রাণ নিয়ে হাজির হয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ তালিকায় রয়েছে ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। বন্যার শুরু থেকেই তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেই সঙ্গে বাকিদেরও আহ্বান জানান। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান এই অভিনেতা। জোভান লিখেছেন, আমাদের দেশের মানুষ না খেয়ে আছে, ঘুমানোর জায়গা নেই, মারা যাচ্ছে মানুষ! আপনার দেওয়া সামান্য শুকনা খাবার ও ওষুধ তাদের জীবন বাঁচাতে পারে, অনেকেই শহরের আশপাশে খাবার দিয়ে চলে আসছে কিন্তু ভেতরের অবস্থা খুবই নির্মম বিশেষ করে চর এলাকাগুলো। অভিনেতা জানান, শনিবার (গতকাল) তাদের একটি টিম চরের উদ্দেশ্যে রওনা হয়। সুবর্ণচরের আশপাশের নদীর পাশে গ্রামগুলোর আশ্রয়কেন্দ্রের জন্য চাল-ডাল ঘরবন্দিদের জন্য খাবার ওষুধ নিয়ে গেছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে