আবু সাঈদকে নিয়ে যা বললেন ভাবনা
প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, এখন বড় পর্দারও অভিনেত্রী। আবার লেখালেখি ও নাচেও পারদর্শী তিনি। মাঝেমধ্যে ছবিও আঁকেন। সম্প্রতি দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। এই ছবি সম্পর্কে তিনি বলেন, নতুন দুই সিনেমার মধ্যে হিমু আকরাম পরিচালিত 'আলতাবানু জোছনা দেখেনি' নিয়ে পরিচালকের সঙ্গে কয়েক মাস আগেই কথা হয়। এ সিনেমায় কলকাতার স্বস্তিকা মুখার্জিও অভিনয় করেছেন। অন্য সিনেমাটিতে কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছাড়া অন্যান্য ছবি নিয়েও ভাবনা আশাবাদী। তার মধ্যে 'যাপিত জীবন' নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া রাইসুল ইসলাম অনিকের 'চারুলাতা'র ও জাফর ফিরোজ পরিচালিত 'জেনুবিয়া'র শুটিং বাকি আছে। আগেই বলা হয়েছে ভাবনা ছবি আঁকাআঁকিও জানেন। এবার রং-তুলি নিয়ে রাস্তায় নেমেছিলেন। ছাত্র আন্দোলনের পরের ঘটনা এটি। এতে তিনি শহীদ আবু সাঈদের একটি ছবি এঁকেছেন। যে আবু সাঈদ ভাবনাকেও প্রচন্ড নাড়া দিয়ে গেছে। 'ভয়ংকর সুন্দর' সিনেমার পর থেকে ৭ বছর ধরে কাজ করছেন। এখনো পর্যন্ত তার কোনো সিনেমা ব্যবসায়িক সাফল্য দেখেনি। বলা যায় একটা প্রতিকূলতার মধ্যেই পার হচ্ছে তার ক্যারিয়ার। তবে বিগত সময় তো গেছে একভাবে আর বর্তমানে তা চলছে সম্পূর্ণই বিপরীত। নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এই সময়ে অবশ্য ভাবনার নতুন কিছু প্রাপ্তির আশা আছে। সে সম্পর্কে ভাবনা বলেন, 'নতুন সরকারের কাছে এতটুকুই আমার চাওয়া, যেন আমরা ভালো থাকতে পারি। নিরপেক্ষতা চাই, স্বচ্ছতা চাই, জবাবদিহি চাই, আইনের সুশাসন চাই আর যেসব হত্যাকান্ড ঘটেছে, সেগুলোর বিচার দেখতে চাই। যে বা যারা আবু সাঈদসহ অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুলি করে মারল, সেটার বিচার যেন আমরা স্বচ্ছতার সঙ্গে দেখতে পারি। আমি সাধারণ মানুষ, এর থেকে বেশি কিছু আর কী চাইতে পারি।'