ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গড়া সঙ্গীতশিল্পীদের সংগঠনটি এবার মানবতার জন্যও আলাদাভাবে এগিয়ে এসেছে। সেটা বাংলাদেশি মিউজিশিয়ানদের সংগঠন 'গেট আপ স্ট্যান্ড আপ' পস্ন্যাটফর্ম।
যা এবার ৩ আগস্ট দেশের ব্যান্ড মিউজিশিয়ানসহ সঙ্গীতশিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এ একাত্মতা প্রকাশ করেছিল ধানমন্ডির রবীন্দ্র সরোবরে, যা দেশের মানুষের কাছে তুমুল সাড়া ফেলে দেয়। সেই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছিল সংস্কৃতিকর্মীরা। কিন্তু তখন সেটা আটকে ছিল অভিনয় অঙ্গনের সংস্কৃতিকর্মীদের মধ্যেই।
তবে বব মার্লের বিখ্যাত গানের লাইন 'গেট আপ স্ট্যান্ড আপ' ধরে তেমনি সংগঠনটি যেন হঠাৎই বিস্ফোরিত হয় সঙ্গীতাঙ্গনে। বিস্ফোরণ এই জন্য বলা, সম্ভবত সেটিই ছিল ছাত্র আন্দোলনে সংস্কৃতিকর্মীদের মধ্যে সবচেয়ে বড় জমায়েত। আর্টসেল, শিরোনামহীন, জলের গান, ওয়ারফেজ, মাইলস, চিরকুট ও অ্যাশেজ প্রমুখ নামের ব্যান্ড নিয়ে যেখানে রাজধানীর রবীন্দ্র সরোবরে এক হয়েছিলেন দেশের অন্যতম জনপ্রিয় সাত ব্যান্ডের সদস্যরা। যে ঘোষণায় সংহতি জানিয়েছিলেন সঙ্গীতাঙ্গনের উলেস্নখযোগ্য সিংহ ভাগ কণ্ঠশিল্পী-সুরকার-গীতিকবি-যন্ত্রী। তারপর সেই পস্ন্যাটফরমের সঙ্গে একাত্মতা জানিয়েছে সঙ্গীতের সঙ্গে যুক্ত সব শাখার অসংখ্যজন। যেখানে রক ছাড়িয়ে ফোক হয়ে রবীন্দ্র-নজরুলেও পৌঁছেছে।
সেই ছাত্র আন্দোলন থেকে শুরু হওয়া সংগঠনটি এবার বর্তমান বন্যা পরিস্থিতিতে আবারও সক্রিয় হয়েছে। এই প্রক্রিয়ায়, তারা বিশেষভাবে বন্যাদুর্গতদের সহায়তার জন্য ত্রাণ কর্মসূচি পরিচালনা শুরু করেছে।
এই উদ্যোগের সাফল্যের ধারাবাহিকতায়, 'গেট আপ স্ট্যান্ড আপ'-এর ফেসবুক পেজে ত্রাণ সংগ্রহের জন্য একটি আবেদন জানালে সারাদেশে সঙ্গীতশিল্পীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। ব্যক্তিগতভাবে ও দলগতভাবে অর্থ, খাদ্য, কাপড় এবং ওষুধ সংগ্রহ করে ত্রাণ কার্যক্রমে এগিয়ে আসেন শিল্পীরা।
গত ২৬ আগস্ট এই পস্ন্যাটফরম থেকে একটি টিম দুটি কাভার্ডভ্যানে প্রায় ১৩ টন ত্রাণ নিয়ে ফেনীর ফুলগাজীতে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেয়। সেখানে দুই দিন স্থানীয় ভলান্টিয়ারদের সমন্বয়ে গঠিত টিম প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সরাসরি বন্যাকবলিত মানুষের হাতে পৌঁছে দিয়েছে। ৫টি টিম ৫টি ভিন্ন ভিন্ন ক্রাইসিস এরিয়ায় অপারেশন চালিয়েছে। এরপর ২৭ আগস্ট জগতপুর থেকে মুহুরি নদীর ভাঙা বাঁধ অতিক্রম করে এবং কুতুবপুর থেকে গতিয়া নদীর পাড় পর্যন্ত দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে সক্ষম হয়।
এর আগে গত ২৫ আগস্ট সারাদিনই চলেছে ত্রাণসামগ্রী প্যাকেজিংয়ের কাজ। সেখানে সাহায্য করেছে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী। তার আগের রাতে প্রচুর বৃষ্টির মধ্যেও ত্রাণসামগ্রী বিভিন্ন জায়গা থেকে ক্রয় এবং সংগ্রহ করার কাজ চলেছে।
'গেট আপ স্ট্যান্ড আপ' পস্ন্যাটফরম সূত্রে জানা যায়, এখন পর্যন্ত মোট ১৭ লাখ টাকা সংগ্রহ করেছে পস্ন্যাটফরমটি। এছাড়া বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, যেমন- এসিআই, আকিজ, বসুন্ধরা, ডেককো, ইনসেপটা, একমিসহ অনেক প্রতিষ্ঠান তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ওষুধ এবং খাদ্যসামগ্রী সরবরাহ করেছে।
সঙ্গীতশিল্পীদের উদ্যোগ স্বতঃস্ফূর্তভাবে এই ত্রাণ সংগ্রহ এবং বিতরণ কর্মসূচির প্রশংসা করেছে সবাই।
উলেস্নখ্য, নর্থ আমেরিকার মিউজিশিয়ানদের পস্ন্যাটফরম গত ২৫ তারিখ একটি অনলাইন লাইভ কনসার্টের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটেবল সংগঠন অঙ্কুর ইন্টারন্যাশনালকে সঙ্গে নিয়ে। যেখানে 'গেট আপ স্ট্যান্ড আপ'-এর কার্যক্রমকে তুলে ধরা হয় এবং ওই কনসার্ট থেকে বাংলাদেশি টাকায় প্রায় ৩০ লাখ টাকা ফান্ড সংগ্রহ করা হয়।
উলেস্নখ্য, দ্বিতীয় ধাপের ত্রাণ বিতরণ, মেডিকেল ক্যাম্প এবং বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রমে, 'গেট আপ স্ট্যান্ড আপ' এবং 'অঙ্কুর ফাউন্ডেশন' কাজ করবে।
তথ্যগুলো গণমাধ্যমে নিশ্চিত করেন কুল এক্সপোজারের সিইও এরশাদুল হক টিংকু।