হাজার কোটি টাকার 'রামায়ণ'

প্রকাশ | ৩০ আগস্ট ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
ভারতে আবারও পৌরাণিক সাহিত্যের ওপর ভিত্তি করে সিনেমা হচ্ছে। বিশ্বে ভারতই একমাত্র দেশ, যে দেশটিতে সবচেয়ে বেশি পৌরাণিক সাহিত্য রয়েছে। যেটা প্রাচীন গ্রিসেও নেই, রোমানেও নেই। আবার গোটা পৃথিবীতে ভারতই একমাত্র দেশ, যে দেশটি তার পৌরাণিক গল্পের ওপর অনেক সিনেমা বিশ্বচলচ্চিত্র ইতিহাসকে সমৃদ্ধ করেছে। এ ছবিগুলোর প্রায় সবগুলোই একেকটা মাস্টারপিস। এদিক থেকে আবার ভারতও পৃথিবীতে একমাত্র দেশ, যে দেশটিতে অজস্র পৌরাণিক গল্প রয়েছে, যেগুলোর ওপর অনেক দারুণ সব সিনেমা হতে পারে। প্রত্যেকটি চরিত্র আবার কেন্দ্রীয় চরিত্র ধরে আলাদা আলাদাভাবে আন্তর্জাতিক মানের মাস্টারপিস চলচ্চিত্র হতে পারে এমন চরিত্রও অজস্র। সেটা হিন্দু পুরাণ হোক বা \হবৌদ্ধ পুরাণই হোক। এবার বলিউড ও দক্ষিণী তারকাদের নিয়ে রামায়ণকে বড় পর্দায় আনছেন পরিচালক নীতেশ তিওয়ারি। এরই মধ্যে নীতেশ তিওয়ারির ট্রিলজি সিনেমা 'রামায়ণ' নিয়ে উন্মাদনা বাড়ছেই। কারণ কবি বাল্মিকীর রামায়ণ হিন্দুদের সবচেয়ে প্রিয় গ্রন্থ হলেও এই বইটি ধর্মনিরপেক্ষভাবেও বিশ্বে বিপুল জনপ্রিয়। ফলে ধর্মীয় ভাবাবেগে যেমন পাশাপাশি সাহিত্যিক গুরুত্বের দিক থেকেও মানুষের মধ্যে দিন দিন এর উন্মাদনা বাড়িয়েই চলেছে। আর এই উন্মদনা জিইয়ে রাখতেই মাঝেমধ্যে রামায়ণের সেট থেকে একাধিক ছবি প্রকাশ্যেও চলে আসছে। যেখানে রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাঁই পলস্নবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে 'কেজিএফ' তারকা যশকে। এদিকে এখন পর্যন্ত ১০ জন অভিনেতা আছেন যাদের নীতেশ তিওয়ারির রামায়ণের জন্য নিশ্চিত করেছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। এই তালিকা থেকে জানা যায়, রামের চরিত্রে রণবীর কাপুর, সীনার চরিত্রে সাঁই পলস্নবী, যশকে দেখা যাবে রাবণরূপে এবং লক্ষণ চরিত্রে রবি দুবে। এছাড়াও সিনেমাটির অন্যতম চরিত্র সানি দেওল, যাকে হনুমানের বেশে। ইন্দিরা কৃষ্ণন থাকছেন কৌশল্যা চরিত্রে। রাবণের স্ত্রী কৈকেয়ীর চরিত্রে দেখা যাবে লারা দত্তকে। \হবিভীষণের রূপে বিজয় সেতুপতি। অন্যদিকে দশরথ চরিত্রে অরুণ গোভিল এবং শিবা চাড্ডার থাকবেন মন্থরা বেশে। এরই মধ্যে 'রামায়ণ' সিনেমায় সাঁই পলস্নবী ও রণবীর কাপুরের বেশ কিছু লুক প্রকাশ্যে এসেছে, যা নিয়ে আলোচনা-সমালোচনাও কম হচ্ছে না। তবে সিনেমাটির বাজেট নিয়ে জোরালো চর্চা হচ্ছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। সিনেমাটির জন্য কত টাকা বাজেট নির্ধারণ করেছেন প্রযোজক আলস্নু অরবিন্দ, মধু মান্টেনা আর নমিত মালহোত্রা তা যেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি জানা গেছে 'রামায়ণ' সিনেমার প্রথম পার্টের জন্য ৮২৫ কোটি রুপি বাজেট ধরা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই সিনেমার বাজেট এক হাজার কোটি টাকার বেশি। যার অধিকাংশই ব্যয় হচ্ছে কাস্টিংদের পারিশ্রমিক ও সেট নির্মাণে। পৌরাণিক এই চলচ্চিত্রের প্রথম কিস্তির শুটিংয়ের জন্য মোট ১২টি বিশাল সেট নির্মাণ করা হয়েছে, যা দুটি অংশে \হবিভক্ত করা হয়েছে। রামায়ণকে নিয়ে ব্যতিক্রম কাজটি করেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি তার লেখায় রাবণকে স্বদেশ প্রেমিক হিসেবে জাতীয় বীর হিসেবে প্রদর্শন করেছেন। তবে তিনি এতে রামায়ণকে ধর্মীয়গ্রন্থ হিসেবে না দেখিয়ে সাহিত্যকর্ম হিসেবেই দেখিয়েছেন। এই ছবিটিও অবশ্য ধর্মীয় সেন্টিমেন্ট থেকেই নির্মিত হচ্ছে। এদিকে খবরে প্রকাশ 'রামায়ণ' সিনেমার প্রথম কিস্তির শুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ, যার জন্য ৬০০ দিন সময় নেবেন নির্মাতা। ভিএফএক্সের দায়িত্ব দেওয়া হয়েছে অস্কারজয়ী সংস্থা ডিএনইজিকে। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরও বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। বক্স অফিস বিশ্লেষক সুমিত জানিয়েছেন, ২০২৭ সালের অক্টোবরে মুক্তি পাবে 'রামায়ণ'।