কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল গান গাওয়ার পাশাপাশি উপস্থাপনা ও লেখালেখিও করেন। কয়েক বছর থেকে নিয়মিত বই প্রকাশ করছেন তিনি। থাকেন ঢাকায়। কণ্ঠশিল্পী পুতুলের ফেনী শহরের উকিলপাড়ার বাড়ির দোতলা পর্যন্ত বন্যার পানি উঠেছে। এই বাড়িতে পুতুলের ভাই তার পরিবার নিয়ে থাকতেন। পাশে বড় বোনও থাকতেন।
গত দুদিনে বন্যার পানি বেড়ে যাওয়াতে পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। শহরের সেই বাড়িতে পানিবন্দি সবাই। বৃহস্পতিবার থেকে ভাই-বোনের খোঁজও পাচ্ছে না পুতুল!
পুতুল গণমাধ্যমকে বলেন, 'আমার ভাই-বোন আর তাদের পরিবার ফেনীতে থাকে, ওদের কারও সঙ্গে যোগাযোগ নেই। বোনের পরিবার মসজিদে আশ্রয় নিয়েছে, এটুকু জানি। আর কিছুই জানতে পারছি না। আমাদের শহরের বাড়ির দোতলা পর্যন্ত পানি। এখন কী অবস্থা, কিছুই জানি না।'
পুতুল বললেন, 'আমার এলাকাসহ বন্যাকবলিত সব এলাকার কী যে ভয়াবহ অবস্থা, ভাবলেই গা শিউরে ওঠে! একটাই কথা, আলস্নাহ আমাদের রক্ষা করো।' ফেনী শহরে বেড়ে ওঠা পুতুলের। ২০০৬ সালে গানের রিয়েলিটি শো 'ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ' প্রতিযোগিতার মাধ্যমে পেশাদার গানের জগতে যাত্রা শুরু তার। দেড় যুগ ধরে স্থায়ীভাবে ঢাকাতে থাকছেন।