বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

২১ হলে মুক্তি পেল ডিপজলের 'অমানুষ হলো মানুষ'

বিনোদন রিপোর্ট
  ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
২১ হলে মুক্তি পেল ডিপজলের 'অমানুষ হলো মানুষ'

দেশের চলমান পরিস্থিতিতে অনেকদিন ধরেই প্রেক্ষাগৃহ বন্ধ। কিছু কিছু সিনেমা হল খোলা থাকলেও সেভাবে দর্শক নেই। এর মধ্যেই গতকাল দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ডিপজলের 'অমানুষ হলো মানুষ' সিনেমা। দেশের পটপরিবর্তনের পর এটিই হচ্ছে প্রথম মুক্তি পাওয়া সিনেমা। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমাতে ডিপজলের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা মৌ খান। পাঁচ বছর আগে অভিষেক হওয়া এই নায়িকার তৃতীয় সিনেমা এটি।

মৌ খান বলেন, 'এটা একদম সামাজিক প্রেক্ষাপটের ছবি, পাশাপাশি অ্যাকশন আছে। এখানে আমি অভিনয় করেছি মায়া নামে এক শিক্ষিকার চরিত্রে। আমরা এটার শুটিং করেছিলাম তিন বছর আগে। অবশেষে ছবিটি মুক্তি পেল।'

তিনি আরও বলেন, এখন দেশের যে অবস্থা তাতে করে দর্শকরা সিনেমা হলে যাবেন কি না বুঝতেছি না। কারণ কারও মন-মানসিকতাই ভালো নেই। তারপরও দর্শকদের হলমুখী করার চিন্তা থেকেই ডিপজল ভাইয়া সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নেন।

এরই মধ্যে নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মৌ খান। কিছুদিন শুটিংও করেছেন। এই নায়িকা বলেন, 'অনেকদিন তো অপেক্ষা করলাম। এখন থেকে নিয়মিত হব আর সিদ্ধান্ত নিয়েছি ভালো বাজেট ও পরিচালকের ছবি ছাড়া কাজ করব না। বছরে দুটি হলেও ভালো ছবিতে অভিনয় করতে চাই।' 'অমানুষ হলো মানুষ' সিনেমাতে ডিপজল-মৌ ছাড়া আরও অভিনয় করছেন বড় দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরণ কুমার, সেলিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে