বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

দেশভক্তির সংজ্ঞা জানালেন জন আব্রাহাম

বিনোদন ডেস্ক
  ২০ আগস্ট ২০২৪, ০০:০০
দেশভক্তির সংজ্ঞা জানালেন জন আব্রাহাম

ভারতীয় এক চিকিৎসককে ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে, হত্যার শাস্তির দাবিতে উত্তাল পুরো ভারত। সাধারণ জনগণের পাশাপাশি রাস্তায় নেমে এসেছে তারকারা। এবার এ বিষয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। এক সাক্ষাৎকারে জন আব্রাহাম প্রশ্ন তুলেছেন দেশভক্তির অর্থ ঠিক কী? সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি 'বেদা'। সেই ছবিতেও দেশাত্মবোধের প্রসঙ্গ রয়েছে। আর তার মধ্যেই দাবি করলেন, ভারতে মহিলা, শিশু ও পশুরা মোটেই নিরাপত্তা পায় না। ভক্ত-অনুরাগীরা মনে করছেন, আরজি কর-কান্ডের মাঝে জনের এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। জন কিছুটা ক্ষোভ প্রকাশ করেই বলেন, 'ভারতে মহিলা, শিশু ও নারীরা সুরক্ষিত নয়। আমি ভারতকে ভালোবাসি। আমি আমার দেশকে ভালোবাসি। তাই দেশের কিছু ব্যবস্থার সমালোচনা করা খুব জরুরি।' এরপরেই দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন জন। এ অভিনেতা আরও বলেন, 'সত্যিকারের দেশপ্রেম এবং উগ্র দেশপ্রেমের মধ্যে পার্থক্য আছে। 'মেরা ভারত মহান' বললেই ভারতপ্রেমী হয়ে উঠতে পারেন না। সমাজে কিছু প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারলেই আপনি দেশপ্রেমী হয়ে উঠতে পারবেন। দেশে ও সমাজের কিছু ক্ষেত্রে পরিবর্তন আনতেই হবে।'

১৫ আগস্ট মুক্তি পেয়েছে জনের ছবি 'বেদা'। একই দিনে মুক্তি পেয়েছে শ্রদ্ধা কপূরের ছবি 'স্ত্রী ২' এবং অক্ষয় কুমারের ছবি 'খেল খেল মে'। ফলে বক্স অফিসে প্রতিযোগিতার মুখে পড়েছে এই ছবি। এখনও পর্যন্ত ভারতে বেদা ১০.৫৫ কোটি টাকার ব্যবসা করেছে। এই ছবিতে জন ছাড়াও রয়েছেন শর্বরী ওয়াঘ, তমান্না ভাটিয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে