কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ভারত। অপরাধীদের বিচারের দাবিতে যে যার জায়গা থেকে বিভিন্নভাবে প্রতিবাদ করে যাচ্ছেন। এর মধ্যে স্বাধীনতা দিবসে 'রাত দখল' কর্মসূচির ডাক দেন নারীরা। নানা বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘুমন্ত কলকাতা জেগে ওঠে। সাধারণ মানুষের পাশাপাশি এই আন্দোলনে অংশ নেন তারকারাও। এই ঘটনার প্রতিবাদে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী সৌরসেনী মৈত্রও মধ্যরাতে রাজপথে নেমেছিলেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, মানুষের ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। তা না হলে এ রকম স্বতঃস্ফূর্ত সমর্থন পাওয়া যেত না। এই লড়াইটা আর শুধু ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন মানুষের লড়াই হয়ে গিয়েছে।
নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। তারই বহিঃপ্রকাশ মধ্যরাতের মিছিল। এ বিষয়ে সৌরসেনী বলেন, ঘটনা নিয়ে সিনেমা হয়। সেই সিনেমা আমরা হলে দেখতে যাই। তারপর ভুলেও যাই! কিন্তু এবার আর ভুলতে দেওয়া যাবে না। এবার নারী নির্যাতন বন্ধ করতেই হবে। সৌরসেনী জানান, 'রাত দখল' কর্মসূচি একদিনের প্রতিবাদ নয়। এটা সিঁড়ির প্রথম ধাপ। তিনি বলেন, আজ গলা তুলেছি, কাল-পরশুও গলা তুলে বলব। যতদিন না থামবে, চুপ থাকব না। চুপ থাকার দিন শেষ? আর গলায় কাজ না হলে প্রয়োজনে হাতও তুলব! আরজি কর-কান্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে তিনি বলেন, নিজের কর্মস্থলে একটি মেয়ে যদি সুরক্ষিত না থাকতে পারে, তা হলে সমাজে নারীরা কোথায় সুরক্ষিত? সমাজে প্রতিনিয়ত নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। অথচ তা প্রকাশ্যে আসে না। মিছিলে আসা ১০ জন নারীকে জিজ্ঞাসা করা হলে জানা যাবে, তারা জীবনের কোনো না কোনো সময়ে হেনস্তার শিকার হয়েছেন।