শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

২৩ আগস্ট সিনেমা মুক্তির ঘোষণা ডিপজলের

বিনোদন রিপোর্ট
  ১৮ আগস্ট ২০২৪, ০০:০০
২৩ আগস্ট সিনেমা মুক্তির ঘোষণা ডিপজলের

জুলাই জুড়েই শিক্ষার্থীদের কোটা আন্দোলন, কারফিউ, সেনা মোতায়েনের মতো ঘটনায় থমকে ছিল দেশ। কোটা সংস্কারের দাবিতে চলা এই আন্দোলন পরে রূপ নেয় সরকার পতন আন্দোলনে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এদিকে সব মিলিয়ে এতদিন স্থবির অবস্থা ছিল চলচ্চিত্রেও। আন্দোলন চলাকালীন সময়ে মুক্তি পায়নি কোনো দিনেমা। যদিও এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। এরই মধ্যে খুলে গেছে সিনেমা হল। শুরু হয়েছে শুটিং-গান রেকর্ডিং। এর মাঝেই এলো নতুন সিনেমা মুক্তির ঘোষণা। আগামী ২৩শে আগস্ট মুক্তি পেতে যাচ্ছে মনোয়ার হোসেন ডিপজলের নতুন সিনেমা 'অমানুষ হলো মানুষ'।

ভেরিফায়েড ফেসবুকে পোস্টটি দিয়ে নিশ্চিত করেছেন সিনেমাটির অভিনেতা ও প্রযোজক ডিপজল নিজেই। একটি পোস্টার শেয়ার করে লেখেন, ২৩শে আগস্ট সারা বাংলাদেশে শুভ মুক্তি পাচ্ছে 'অমানুষ হলো মানুষ'। এ সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। ডিপজল ছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌ খান, বড়দা মিঠু, দুলারী প্রমুখ। ২০২১ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল 'অমানুষ হলো মানুষ'-এর শুটিং। তখন সর্বত্র করোনা ভাইরাসের প্রকোপ ছিল। ডিপজল তখন অল্প বাজেটে একাধিক সিনেমার ঘোষণা দিয়েছিলেন। সেগুলোর মধ্যে একটি ছবি হচ্ছে 'অমানুষ হলো মানুষ'। এবার এটিই মুক্তি পেতে চলেছে। সামাজিক-অ্যাকশন ঘরানার এই ছবিতে ডিপজলের বিপরীতে দেখা যাবে চলতি প্রজন্মের চিত্রনায়িকা মৌ খানকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে