শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

মরণোত্তর দেহদানের সিদ্ধান্ত ঋতুপর্ণার

বিনোদন ডেস্ক
  ১৪ আগস্ট ২০২৪, ০০:০০
মরণোত্তর দেহদানের সিদ্ধান্ত ঋতুপর্ণার

পশ্চিমবঙ্গের সদ্যঃপ্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সিদ্ধান্তকে অনুকরণ করলেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, গত ৮ আগস্ট মারা যান বুদ্ধদেব ভট্টাচার্য। জীবদ্দশায় নিজের দেহদান করে দেন পশ্চিমবঙ্গের সাবেক এই মুখ্যমন্ত্রী। কলকাতার সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানানোর পর মরদেহ দাহের পরিবর্তে নিয়ে যাওয়া হয় সেখানকার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। এরপরই ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এ সময় তিনি বুদ্ধদেবের মতো নিজেও দেহদানের ইচ্ছা প্রকাশ করেন।

তিনি বলেন, আমার ফুফু ও ফুফা একই পথের পথিক। আমিও সাবেক মুখ্যমন্ত্রীর (বুদ্ধদেব ভট্টাচার্য) পথেই হাঁটব। দাহ করার বদলে দেহ দান করে গেলে আমার দেহের অঙ্গ-প্রত্যঙ্গ হয়তো কোনো মৃতু্যপথযাত্রীকে জীবনের পথে ফেরাতে পারবে। তার মধ্য দিয়ে আমিও বেঁচে থাকব চিরকাল।

সাবেক মুখ্যমন্ত্রীর শেষ যাত্রায় ছুটে গিয়েছিলেন ঋতুপর্ণা। সে বর্ণনা দিয়ে নায়িকা বলেন, আমি যখন পৌঁছেছি, তখন আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় অফিসের কার্যালয় থেকে দেহ নীলরতন সরকার হাসপাতালের পথে। আমার জন্য শববাহী গাড়ি কয়েক মুহূর্তের জন্য থামানো হয়েছিল। জনস্রোতে ভাসতে ভাসতে তার গাড়ির কাছে পৌঁছালাম।

বুদ্ধদেব সম্পর্কে অভিনেত্রী বলেন, 'ভীষণ বুদ্ধিদীপ্ত। আর প্রচন্ড রসিক। কথায় কথায় বেশ মজা করতেন। তার আমলে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছি। যতবার সামনাসামনি হয়েছি হাসিমুখে কথা বলেছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে