যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে টাইটানিক সিনেমার বিখ্যাত গান 'মাই হার্ট উইল গো অন' বাজানোর নিন্দা জানিয়েছেন গণটির কানাডীয় গায়িকা সেলিন ডিওন। সমাবেশের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।
বিখ্যাত এই গানটির রচয়িতা ও কানাডীয় গায়িকা সেলিন ডিওনের পক্ষ থেকে শনিবার এর নিন্দা জানানো হয়েছে।
টাইটানিকের 'থিম সং' হিসেবে পরিচিত এই গান ও এর ভিডিও ক্লিপ সম্প্রতি যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের বোজম্যানে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের একটি নির্বাচনী সমাবেশে মঞ্চের পাশেই বড় পর্দায় বাজিয়ে দেখানো হয়। ভিডিওতে সেলিন ডিওনকেই গানটি গাইতে দেখা যায়।
এরপরই গানটির ভিডিও ক্লিপ অনুমতি না নিয়েই ব্যবহারের নিন্দা জানিয়েছেন সেলিন ডিওন। তার সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টে বলা হয়, 'এ গান ও ভিডিও ব্যবহারের অনুমতি কোনভাবেই ছিল না। ডিওন গানের এই ধরনের কোনরকম ব্যবহারের অনুমতি দেন না। আর সত্যিই, সেই গান?'
১৯৯৭ সালে মুক্তি পাওয়া গানটি জেমস ক্যামেরন পরিচালিত হলিউডের সিনেমা টাইটানিকের 'থিম সং' হিসেবে পরিচিত।
পাঁচবার গ্র্যামি পুরস্কার জয়ী ডিওন এই গানের জন্য বহুল পরিচিত। ২০১৭ সালের জানুয়ারিতে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানেও ডিওন এই গান গাইতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ট্রাম্পের নির্বাচনী প্রচারের ভবিষ্যৎকে টাইটানিক জাহাজের পরিণতির সঙ্গে তুলনা করেছেন।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক দলের প্রার্থী কমলা হ্যারিস।