জঙ্গি হামলার আশঙ্কায় অস্ট্রিয়ার ভিয়েনায় মার্কিন পপতারকা টেইলর সুইফটের তিনটি কনসার্ট বাতিল হয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জনপ্রিয় সংগীতশিল্পী টেলর সুইফটের কনসার্টে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ইরাকি কিশোরকে আটক করা হয়েছে। অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নার শুক্রবার এই তথ্য জানান।
ভিয়েনায় বৃহস্পতিবার ও শনিবারের মাঝে এই তিন কনসার্ট হওয়ার কথা ছিল। অস্ট্রিয়ায় টেইলরের কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্যারাকুডা মিউজিক জানিয়েছে, শোগুলো বাতিল করা হয়েছে।
বুধবার অনলাইনে পোস্ট করে সংস্থাটি জানায়, 'আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে পরিকল্পিত জঙ্গি হামলার বিষয়ে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চয়তা পাওয়ার পর আমরা বাধ্য হয়ে সবার নিরাপত্তার কথা মাথায় রেখে পূর্বনির্ধারিত এই তিনটি শো বাতিল করছি।'
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ইরাকি কিশোর ১৯ বছর বয়সি প্রধান সন্দেহভাজন ঘটনার সঙ্গে যুক্ত। সন্দেহভাজন ব্যক্তি উত্তর মেসিডোনিয়ার বংশোদ্ভূত একজন অস্ট্রিয়ান। তিনি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। যদিও ইরাকি কিশোর সরাসরি এই হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
ভিয়েনায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, 'আইসিসের প্রতি সহানুভূতিশীল এক ১৯ বছর বয়সি অস্ট্রিয়ার নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলের তেরনিৎজ থেকে তাকে আটক করা হয়। ওপর ব্যক্তিকে ভিয়েনায় গ্রেপ্তার করা হয়।'
টেলর সুইফটের ভিয়েনায় অনুষ্ঠিতব্য কনসার্টের সময় প্রায় ২০,০০০ ভক্তের মাঝে প্রাণঘাতি হামলার পরিকল্পনা ছিল প্রধান সন্দেহভাজনের। নিরাপত্তা শঙ্কায় সেই কনসার্টগুলো বাতিল করা হয়।
পুলিশ জানায়, প্রধান সন্দেহভাজন ব্যক্তি হামলার পরিকল্পনার কথা সম্পূর্ণ স্বীকার করেছে। এছাড়াও ১৭ এবং ১৫ বছর বয়সি দুই অস্ট্রিয়ান কিশোরকেও হামলার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। ১৭ বছর বয়সি কিশোর স্টেডিয়ামের সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।
অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার জানান, এই হামলার ষড়যন্ত্রের বিষয়ে তথ্য সরবরাহ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। তাদের সহযোগিতার কারণেই ভিয়েনায় একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
গত বছরের ১৮ মার্চ থেকে টেইলর সুইফট 'এরাস' টু্যরে অংশ নিচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ায় শো করে এখন ইউরোপে আছেন।