রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কে গত বছর সপ্তম শাখা চালু করে স্টার সিনেপেস্নক্স। এই সিনেমা হলটি ভাঙচুরের শিকার হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশে ভাঙচুর ও তান্ডবে ক্ষতিগ্রস্ত প্রথম সিনেমা হল এটি।
প্রেক্ষাগৃহ ধ্বংসের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্টার সিনেপেস্নক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, 'রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্কে আমরা স্টার সিনেপস্নক্সের একটা শাখা চালু করেছিলাম। সেটি রাজশাহী শহর থেকে বেশ দূরে, বঙ্গবন্ধু হাইটেক পার্কে। দুর্বৃত্তরা হাইটেক পার্কে হামলা করেছিল। রেহাই পায়নি স্টার সিনেপেস্নক্সও।'
এদিকে সিনেমা হলে হামলা ও ভাঙচুরের ঘটনায় চলচ্চিত্র সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করেছেন। নির্মাতা দেবাশীষ বিশ্বাস ফেসবুকে লিখেছেন, সিনেমা দেখা মহাপাপ! প্রেক্ষাগৃহ হারাম! সিনেমা নির্মাতারা পাপিষ্ঠ এটাই কি হবে নতুন বাংলাদেশের স্স্নোগান?
২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিং কমপেস্নক্সে দেশের প্রথম মাল্টিপেস্নক্স সিনেমা হল ?স্টার সিনেপেস্নক্স যাত্রা শুরু করে।