শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

আমি সাধারণ একজন শিল্পী চঞ্চল চৌধুরী

বিনোদন রিপোর্ট
  ১০ আগস্ট ২০২৪, ০০:০০
আমি সাধারণ একজন শিল্পী চঞ্চল চৌধুরী

দেশের বেশির ভাগ মানুষ যখন উচ্ছ্বাসে ভাসছে, শিল্পী তখন হতাশায় নিমজ্জিত। এই শিল্পী ঘরপোড়া 'জলের গান'-এর রাহুল আনন্দ নয়। তার সব তো পুড়েই ছাই। তবে এরমধ্যে যুদ্ধ শেষে অন্তর্বর্তী সরকার গঠনের পরেও আরও একজন প্রকৃত শিল্পীকে ঠেলে দেওয়া হচ্ছে আগুনের দিকে, সোশ্যাল হ্যান্ডেলে। তিনি চঞ্চল চৌধুরী, যিনি গত দেড় দশকে দেশের সবচেয়ে সফল ও প্রশংসিত বহুমাত্রিক অভিনেতা।

সেই অভিনেতা যেন হতাশায় ডুবে গেছেন। একদিকে ঘরে মায়ের অসুস্থতা, অন্যদিকে সোশ্যাল হ্যান্ডেলে তাকে নিয়ে ট্রল, এতটা দুঃসময় বুঝি আসেনি অভিনেতার জীবনে। অভিনেতা গণমাধ্যমকে বলেন, 'এতটা খারাপ সময়ের ভেতর দিয়ে যাব, সেটি কল্পনাও করিনি। আমি তো সারাটা জীবন মানুষের বিনোদনের জন্য কাজ করে গেছি। রাজনৈতিক সভা-সমাবেশ তো করিনি। রাজনৈতিক অ্যাক্টিভিটির জন্য কত ডাক পেয়েছি, কখনো সাড়া দিইনি। অথচ এখন আমি সেই রাজনীতিরই শিকার। আমার ভক্তরাই আমাকে ভুল বুঝছেন। এই কষ্ট বোঝানোর সাধ্য আমার নেই।'

চঞ্চলের ভাষায় স্পষ্ট, কিছু দুষ্কৃতকারী পরিকল্পনা করে তার বিরুদ্ধে মিথ্যে মন্তব্য প্রকাশ করে তার ভক্তদের চটিয়ে দিয়েছে। অভিনেতা ছাত্রদের আন্দোলন সমর্থন করেননি, সেটা প্রমাণ করার চেষ্টা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান শোনানোর গল্পটাও ভাইরাল হয়ে আছে সোশ্যালে। সব মিলিয়ে চঞ্চল চৌধুরী প্রচন্ড অস্বস্তি আর হতাশার মধ্যে আছেন।

সেটি থেকে কাটিয়ে ওঠার লক্ষ্যে এবং ভক্তদের কাছে তার অবস্থান ও পরিস্থিতি তুলে ধরার জন্য গতকাল দুপুরে একটি বার্তা দিয়েছেন অভিনেতা। তিনি বলেন, 'আমি চঞ্চল চৌধুরী বলছি। আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি/দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময়ের পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয়ে বক্তব্য দিইনি। আমি সাধারণ একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সবার মঙ্গল হোক।'

এমন ঘোষণা সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশের পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা করেছিলেন অভিনেতা। কিন্তু না। এ যেন হিতে বিপরীত। মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্যের ঢেউ উঠেছে। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী গণমাধ্যমকে বললেন, 'আমি প্রতিটি মন্তব্য মন দিয়ে পড়ছি। কিছু মন্তব্য বহুবার পড়ছি। এবং আমি প্রতিজ্ঞা করছি, এর একটি মন্তব্যও মুছবো না। ধরে নিলাম, দেশের মানুষের কাছ থেকে এগুলো আমার শিল্পীজীবনের অন্যতম স্বীকৃতি। যাদের জন্য গত তিনটা দশক অক্লান্ত শ্রম, ঘাম, মেধা আর সততার ভেতর দিয়ে নিজেকে পরিচালিত করেছি। চাইলে এমপি-মন্ত্রী হতে পারতাম। হইনি। কারণ এই মানুষের প্রিয় শিল্পী হয়ে মরতে চেয়েছি। গালির মাধ্যমে এখন আমি সেই স্বীকৃতি পাচ্ছি। গালিগুলো মুছবো না, পুরস্কার হিসেবে রেখে দিলাম।'

চঞ্চল চৌধুরী জানান, গত ১৫ দিন অভিনেতা ও তার পরিবারের সদস্যরা ভুগছিলেন প্রচন্ড জটিলতায়। কারণ গ্রামের বাড়িতে তার মায়ের অসুস্থতা। এরমধ্যে চলছিল কারফিউ আর অবরোধ। ইন্টারনেট আর ফোনের নেটওয়ার্কও ছিল না থাকার মতো। সব মিলিয়ে অভিনেতা ব্যস্ত ছিলেন অসুস্থ মাকে গ্রাম থেকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করানোর জটিলতায়। এরমধ্যে ঢাকায় নিয়ে আসতে পারলেও ভর্তি করাতে পারেননি হাসপাতালে, কারণ কারফিউ আর সড়ক অবরোধ। অবশেষে ঢাকায় বোনের বাসায় রেখেই চিকিৎসা শুরু করেন মায়ের।

চঞ্চলের ভাষায়, 'ছাত্র-জনতার আন্দোলনের পুরোটা সময় আমি ও ভাই-বোনেরা মায়ের অসুস্থতায় আটকে ছিলাম। দেশে কী ঘটে যাচ্ছে, সেদিকেও খোঁজ রাখার সুযোগ পাইনি। মা এখন খানিকটা সুস্থ, দেশটাও স্থির হচ্ছে ক্রমশ। এরমধ্যে একটি পক্ষ আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমার বিভিন্ন মন্তব্য প্রচার করছে। অথচ গত ১৫-২০ দিনে আমি কোনো মিডিয়ার সঙ্গে কথা বলারই সুযোগ পাইনি। এখন এই অসহায় রক্তক্ষরণের গল্পটা কাকে বোঝাব আমি?'

্‌১৫ আগস্ট ভারতে মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরী অভিনীত টলিউডের সিনেমা 'পদাতিক'। যেখানে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। ছবিটির প্রথমদিনের প্রথম শো দেখতে এবং প্রচারণায় অংশ নিয়ে ভারত যাওয়ার কথা থাকলেও, এই বিষণ্ন সময়ে তিনি যাবেন কি না; সেটি চূড়ান্ত করতে পারেননি অভিনেতা চঞ্চল চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে