'আপনাদের আমি বর্জন করলাম'

প্রকাশ | ০৫ আগস্ট ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্টার
'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারাদেশ। এরই মধ্যে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলছেন শোবিজ অঙ্গনের তারকারাও। আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তারা। আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সরব জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌?সি। নিয়মিত তিনি শিক্ষার্থীদের পক্ষে পোস্ট করছেন ফেসবুকে। সম্প্রতি এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে ন্যান্‌?সি লিখেছেন, প্রিয় সুশীল গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ভাই ও বোনেরা, আপনারা যারা চিরকাল সুবিধাভোগী; ভাবছেন সব স্বাভাবিক হয়ে এলেই সরল বাংলাদেশের মানুষ আপনাদের বন্দনায় ব্যস্ত হয়ে যাবে? আপনাদের পুনরায় তারকার মুকুট পরিয়ে অর্ঘ্য নিবেদন করবে? ক্ষমতাসীন রাজনৈতিক মহলের সঙ্গে তোলা প্রোফাইল পিকচার বদলে কিংবা লোক দেখানো লাল রঙে কাভার ফটো রাঙিয়ে নিজেকে বিপদসীমার বাইরে রেখেছেন, কিন্তু চলমান পরিস্থিতি নিয়ে টুঁ শব্দটি করেননি, ভবিষ্যতে যার সঙ্গে ছবি দিলে, গুণ-বন্দনার নামে চাটুকারিতা করলে দুটো পয়সা বেশি পাবেন, সে ফন্দি-ফিকির করছেন, ধিক্কার আপনাদের। তিনি আরও লিখেছেন, বিশ্বাস করেন, আপনাদের মধ্যে শিল্পের বিন্দুমাত্র অবশিষ্ট নেই। বরং আপনাদের দেখলে ধান্দাবাজ মনে হয়। অতীতের মতো সত্যি কথা বলার অপরাধে যদি আমি বেয়াদব বা অসহনশীল খেতাব পাই, এতে আমি অখুশি নই। আপনাদের কীর্তি শুধু আমি নই, সারা বাংলাদেশের মানুষ দেখেছে ও দেখছে। সুযোগ বুঝে ভোল পাল্টে বীর সাজবেন, সে আশায় গুড়েবালি। কাজের সম্পর্ক ছিন্ন করার কথা উলেস্নখ করে ন্যান্‌?সি লিখেছেন, আপনাদের সঙ্গে কাজের সূত্রে যে সম্পর্ক ছিল, সেটা আমি ছিন্ন করলাম। আপনাদের আমি বর্জন করলাম। জানি এতে আপনাদের কিছু আসে যায় না। এতে কী! আমি তো আয়নার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারব, আমার ওতেই চলবে।