স্বামী নিখিল প্যাটেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভারতের দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী দিলজিৎ কৌর। ২ আগস্ট মুম্বাইয়ের আগ্রিপাদা থানায় মামলাটি দায়ের করেন এই অভিনেত্রী। টাইমস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, নিখিল প্যাটেলের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোড ৮৫ এবং ৩১৬ (২) ধারায় মামলা করেছেন দিলজিৎ কৌর। দিলজিৎ তার স্বামী নিখিলের বিরুদ্ধে নিষ্ঠুরতা, অপরাধমূলক এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছেন। দিলজিৎ তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে সহকারী পুলিশ কমিশনার অনিল প্রকাশ, ডিসিপি কৃষ্ণকান্ত, সিনিয়র ইন্সপেক্টর যোগেন্দ্র, তদন্ত অফিসার সচীনকে ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী। নিখিল কেনিয়ায় বসবাস করেন। তিনি পেশায় ব্যবসায়ী। বিয়ের পর দিলজিৎ স্বামীর সঙ্গে কেনিয়ায় পাড়ি জমান। কিন্তু গত জানুয়ারি ভারতে ফিরেন দিলজিৎ। গত মে মাসের শেষের দিকে কেনিয়া থেকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে নিখিল জানান, ভেঙে গেছে তাদের সংসার। বিয়ের এক বছরের মাথায় আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। তবে এই মুহূর্তে নিখিল ভারতে অবস্থান করছেন। দিলজিৎ-নিখিল রেজিস্ট্রি বিয়ে করেননি। তারা কেবল ধর্মীয় রীতি মেনে বিয়ে করেছেন। এর আগে টাইমস অব ইন্ডিয়াকে নিখিল বলেছিলেন, 'গত বছরের মার্চ মাসে মুম্বাইয়ে ভারতীয় রীতি মেনে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যদিও বিয়েটির কেবল সাংস্কৃতিক গুরুত্ব ছিল, আইনিভাবে কোনো প্রয়োজন ছিল না। এই অনুষ্ঠান করার উদ্দেশ্য ছিল, দিলজিৎ কেনিয়াতে চলে যাবে তা তার পরিবারকে আশ্বস্ত করা। আমাদের প্রচেষ্টার পরও কেনিয়ার জীবনে খাপ খাইয়ে নেওয়া দিলজেতের জন্য চ্যালেঞ্জের হয়ে পড়ে, দিলজিৎ তার ক্যারিয়ার এবং ভারতীয় জীবনকেও মিস করছিল। ক্রমশ আমাদের পারিবারিক জীবনের জটিলতা স্পষ্ট হয়ে উঠছিল।' দিলজিৎ আর কেনিয়াতে যেতে চান না। তা জানিয়ে নিখিল বলেছিলেন, 'দিলজিৎ আমাকে জানিয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসার জন্য কেনিয়াতে যেতে পারেন, এছাড়া সেখানে যাওয়ার আর কোনো পরিকল্পনা নেই তার। আমি তার জিনিসপত্র গুছিয়ে নিরাপদে রেখে দিয়েছি। আমি মনে করি, তার ভারতে চলে যাওয়া আমাদের সম্পর্কের ইতি টানার চিহ্ন।'
২০০৯ সালে অভিনেতা শালিন ভানতের সঙ্গে প্রথম ঘর বাঁধেন দিলজিৎ। এই সংসারে তাদের একটি সন্তান রয়েছে। ২০১৫ সালে শালিন ও দিলজিতের বিবাহবিচ্ছেদ হয়। ২০০৪ সালে 'মিস পুনে' প্রতিযোগিতায় জয়ের পর অভিনয়ে পা রাখেন দিলজিৎ। ছোট পর্দায় 'কুলবদ্ধু', 'ইস পেয়ার কো কেয়া নাম দু' ইত্যাদি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। তবে রিয়েলিটি শো 'বিগ বস'-এ অংশ নেওয়ার পর তার দর্শকপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে।