বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
সা ক্ষা ৎ কা র

দ্রম্নত স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চাই

বর্তমানে যে ক'জন অভিনেত্রী সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলছেন তাদের মধ্যে অন্যতম সামিরা খান মাহি। তরুণ এই অভিনেত্রী এরই মধ্যে নাটক-টেলিফিল্মে নিজের জাত চিনিয়েছেন। তার অভিনীত কয়েকটি কাজই পেয়েছে জনপ্রিয়তা। বর্তমান ব্যস্ততা ও নানা বিষয় নিয়ে এ অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন মাসুম বিলস্নাহ্‌ রাকিব
  ০৫ আগস্ট ২০২৪, ০০:০০
দ্রম্নত স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চাই

বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

বর্তমানে কোন কাজেই ব্যস্ত নই। দেশের যে অবস্থা এই অবস্থায় তো কাজও তেমন ভাবে হচ্ছে না। একটা নাটকের শুটিং করেছিলাম কিছু দিন আগে। তবে অনেক ভয়ের মধ্যে ছিলাম। বাসা থেকে আব্বু-আম্মু বারবার না করছিল শুটিংয়ে যেতে। এর পর থেকে আর শুটিং করি নাই। দেশের এ রকম পরিস্থিতে কাজ না করাই ভালো।

শুটিং ছাড়া বাসায় সময় কীভাবে কাটছে?

আমাদের তো তেমন ভাবে বাসায় থাকা হয় না। তিন বছর ধরে আমি এতটা সময় বাসায় থাকি নাই। অভিনয় নিয়েই সারাদিন ব্যস্ত থাকতে হয়েছে। ফলে পরিবারের সদস্যদেরও সময় দিতে পারিনি। ইচ্ছা থাকলেও নানা ব্যস্ততার কারণে সময় দেওয়া হয়ে ওঠেনি। যেহেতু এই পরিস্থিতিতে সব শুটিং বন্ধ রেখেছি তাই সারাদিন বাসায় থাকছি। পরিবারের সদস্যদের সময় দিচ্ছি। বই পড়ছি, বাসায় জিম করছি। মায়ের হাতের মজার মজার খাবার খাচ্ছি। এ ভাবেই সময় কাটছে।

বর্তমানে কতগুলো নাটকের কাজ হাতে আছে?

হাতে বেশ কয়েটি নাটকের কাজ রয়েছে। সামনের মাসে আমার একটি নাটকের শুটিং করার জন্য মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। দেশের এমন পরিস্থিতে সেটার কোন আপডেট পাচ্ছি না। এই কাজের জন্যই বেশি নাটকের কাজ হাতে নেওয়া হয়নি। আর সে কাজটার জন্যই এখন ওয়েট করতেছি।

ওটিটির জন্য কোন কাজ করছেন?

ওটিটি কাজের জন্য নিজেকে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। ওটিটিতে কাজ করতে হলে তো লম্বা সময় দিতে হয়। সব কিছু গুছিয়ে কাজ করতে হয়। যাতে আমার দর্শক বলতে পারে আমি একটি ভালো কাজ করেছি।

সিনেমায় আসতে ইচ্ছে হয় না?

শিগগিরই সিনেমায় আসা হচ্ছে না। সিনেমা হলো বড় মাধ্যম তাই সেখানে কাজ করতে হলে নিজেকে অন্যভাবে রেডি করতে হয়। আমিও নিজেকে রেডি করছি। যখন সর্ম্পূণ প্রিপারেশন নেওয়া শেষ হবে তখন হয়তো সিনেমা করবো। তবে অনেক সিনেমার অফার এসেছে। কয়েকটি ভালো সিনেমার অফার পেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর করা হয়নি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বলেন?

দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হোক এটাই চাই। সবাই আগের মতো স্বাভাবিক ভালো চলাফেরা করুক। এই তো দুই দিন আগে আমি ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলাম পরে শুনতে পারলাম রাস্তায় গ্যাঞ্জাম হচ্ছে। তারপর আর ডাক্তারের কাছে যাওয়া হলো না। এই রকম পরিস্থিতি আমরা চাই না। আমরা খুব দ্রম্নতই স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে