নিজের মৃতু্যর খবরে চমকে গেলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী। গত বৃহস্পতিবার সকালে শঙ্কর চক্রবর্তীর মারা যাওয়ার খবর প্রকাশের পর হতবাক অভিনেতার ভক্ত-অনুরাগীরা। নিজের মৃতু্যর এমন গুজব শুনে সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন অভিনেতা।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী শঙ্কর চক্রবর্তী জানান, 'দিব্যি আছি। ভালো আছি। সকাল থেকে একের পর এক ফোন এসেই চলেছে। কী করে যে এমন খবর ছড়াল!' এরপর খানিকটা ক্ষোভ ঝেড়ে বলেন, তার কথাকে বিকৃত করে তা ছড়ানো হচ্ছে। এসময় উদাহরণ দিয়ে শঙ্কর বলেন, এক সাক্ষাৎকারে আমি বলেছিলাম, বড় বাড়ির পরিবর্তে একটা ছোট ফ্ল্যাট হলে ভালো হতো। কিন্তু খবরে দেখলাম বলা হয়েছে, আমি নাকি বাড়ি বিক্রি করে
দিতে চাই।
শঙ্কর আরও বলেন, কাজের সুবিধার জন্য আমার মেয়ে মুম্বাইয়ে থাকে। কিন্তু সংবাদে বলা হলো বাবা-মেয়ের এখন কোনো বনিবনা নেই! আমার মৃতু্যর গুজবটাই শোনা বাকি ছিল। এবার সেটাও হয়ে গেল! মৃতু্যর ভুল খবর ছড়িয়ে পড়া প্রসঙ্গে শঙ্কর বলেন, ফোনের পর ফোন এসেই চলেছে। কীভাবে এই গুজব ছড়াল বুঝতে পারছি না। আমার এখন সাক্ষাৎকার নেওয়ার এমন হিড়িক পড়েছে, যেন আমি মরে যাচ্ছি! নিজের অনুভূতি জানিয়ে শঙ্কর আরও বলেন, স্ত্রীর মৃতু্যর পর একাকিত্বের চাদরে মুরে আছি। ঠিকমতো খাওয়া-দাওয়া হতো না। অ্যালকোহল খেতাম। তবে সে জীবন থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবনে আসার চেষ্টা করছি। স্ত্রী সোনালির কথা বলতে গিয়ে চোখ ভিজে আসে অভিনেতার। তিনি বলেন, সোনালিবিহীন জীবনে দিব্যি রয়েছি, ভালোই তো আছি! এই মুহূর্তে একমাত্র থিয়েটারই আমাকে ভালো থাকতে সাহায্য করছে।
২০২২ সালের ৩১ অক্টোবর স্ত্রী সোনালি চক্রবর্তীকে হারান অভিনেতা শঙ্কর চক্রবর্তী। এর পর থেকেই নিঃসঙ্গ আর বিষণ্নতায় জীবন পার করছেন কলকাতার ছোট ও বড় পর্দা কাঁপানো এ তারকা।