বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব মোহাম্মদ রফি

বিনোদন রিপোর্ট
  ০১ আগস্ট ২০২৪, ০০:০০
জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব মোহাম্মদ রফি

মোহাম্মদ রফি (১৯২৪-১৯৮০) একজন কিংবদন্তি সঙ্গীতশিল্পী। উপমহাদেশের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব। মোহাম্মদ রফির জন্ম ১৯২৪ সালের ২৪ ডিসেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাবের কোটলা সুলতান সিং গ্রামে। তার পিতার নাম হাজি আলি মোহাম্মদ। রফির ডাকনাম ছিল 'ফিকু'। রফির বড় ভাইয়ের বন্ধু ছিলেন আবদুল হামিদ নামের একজন। কিশোর রফির গান তাকে আলোড়িত করেছিল। তারই অনুপ্রেরণায় গান শিখতে শুরু করেন মোহাম্মদ রফি। ওস্তাদ আবদুল ওয়াহিদ খান, পন্ডিত জীবন লাল মাট্টু এবং ফিরোজ নিজামীর কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন রফি। ১৯৪৪ সালেই প্রথমবারের মতো নওশাদের সঙ্গীত পরিচালনায় গান করেন রফি। 'পাহেলে আপ' ছবির জন্য 'হিন্দুস্তান কে হাম হায়' গানটি গান তিনি। আর এর মাধ্যমেই শুরু হয় নওশাদ-রফির পথচলা। এই জুটি উপহার দিয়েছেন অসাধারণ সব গান। 'লায়লা মজনু', 'শাহজাহান', 'জুগনু', 'কাশ্মীর কি কলি' একের পর এক ছবিতে গান করেন রফি। হিন্দিসহ কোনকানি, উর্দু, ভোজপুরী, উড়িয়া, পাঞ্জাবি, বাংলা, মারাঠি, সিন্ধি, কানাড়া, গুজরাতি, তেলেগু, মাঘি, মৈথিলী, অহমিয়া ইত্যাদি ভাষায় তিনি গান গেয়েছেন। এছাড়াও গান গেয়েছেন ইংরেজি, ফার্সি, স্প্যানিশ এবং ডাচ ভাষায়। প্রায় চলিস্নশ বছর সময়কাল ধরে সঙ্গীতজগতে থাকাকালীন ছাব্বিশ হাজারেরও অধিক চলচ্চিত্রের গানে নেপথ্য গায়ক হিসেবে সম্পৃক্ত ছিলেন মোহাম্মদ রফি। সঙ্গীত ভুবনে সুদীর্ঘ চার দশক সময়কাল অতিবাহিত করেন তিনি। সঙ্গীত কলায় অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় পদক এবং ছয় বার ফিল্ম ফেয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন মোহাম্মদ রফি। এছাড়াও তিনি ১৯৬৭ সালে ভারত সরকারের পদ্মশ্রী সম্মানেও অভিষিক্ত হয়েছেন। ১৯৬৮ সালে সেরা গায়ক হিসেবে ভারতের জাতীয় পুরস্কার পান মোহাম্মদ রফি। বাংলাভাষাতেও বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে মোহাম্মদ রফির কণ্ঠে। 'ওরে মনকে এমন দাগা দিয়ে', 'ওই দূর দিগন্ত পারে', 'নাই বা পরিলে আজ মালা চন্দন', 'কথা ছিল দেখা হবে', 'এ জীবনে যদি আর কোনো দিন', 'নওল কিশোর', 'কালো কলেবর কানহাই' ইত্যাদি গান এখনো শ্রোতাদের মন ভরায়। তার কণ্ঠে নজরুল সঙ্গীত 'আলগা করো গো খোঁপার বাঁধন' গায়কিতে আজও অনন্য। ১৯৮০ সালের ৩১শে জুলাই মাত্র ৫৫ বছর বয়সে তিনি মৃতু্যবরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে