স্বাভাবিক সময়ের অপেক্ষায় বিদ্যা সিনহা মিম
প্রকাশ | ৩১ জুলাই ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
ক'দিন আগে কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল হয়ে ওঠে সারাদেশ। পরবর্তী সহিংসতায় নিহত হন অনেকে। সারাদেশে কারফিউ জারি করা হয়। একই সঙ্গে মোতায়েন করা হয় সেনা। অন্যদিকে সারা দেশে বন্ধ ছিল ইন্টারনেট। সব মিলিয়ে ঘরবন্দি হয়ে পড়েন বেশির ভাগ মানুষ। কারফিউ জারি ও ইন্টারনেট সেবা বন্ধের মুহূর্তে সাধারণ মানুষের সঙ্গে বিপত্তিতে পড়েছেন শোবিজ তারকারাও। সম্প্রতি সেই ঘরবন্দি সময়ের কথা জানালেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি বলেন, আমার খুব একটা টেলিভিশন দেখার অভ্যাস নেই। তবে এখন গুরুত্বপূর্ণ খবরগুলো দেখি।
বাকি সময় পরিবারের সবার সঙ্গে গল্প করি, আড্ডা দিই ও অবসরে বই পড়ি। আসলে কোনো কিছু তো পস্ন্যান করে হয় না। এ পরিস্থিতিও কারও কাম্য ছিল না। তো যখন হয়েই গেল, দেখলাম আগে বিভিন্ন সময় কিছু বই নেওয়া ছিল। সেখান থেকেই সময় অনুযায়ী বই পড়ে সময় কেটেছে। তিনি আরও বলেন, আমার সময়গুলো উপভোগ্য বলা যায়। বাসার পাশে কয়েক গলি পরই কাজিন ও ফ্রেন্ডসদের বাসা। কারফিউ শিথিলের সময় ফোনে ফোনে যোগাযোগ করে সবাই একত্র হই, তারপর আড্ডা দিই; বেশ মজা হয়। আর সর্বশেষ বলতে চাই, সবাই আগের স্বাভাবিক জীবন চাই। তার জন্যই অপেক্ষা করছি। শিগগিরই যেন আগের অবস্থায় ফিরতে পারেন সেই আশাবাদও ব্যক্ত করেন মিম।