দেড়শত পর্বে 'ক্যাম্পাস'
প্রকাশ | ২৮ জুলাই ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
আজ দেড়শত পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক নাটক 'ক্যাম্পাস'। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হচ্ছে নাটকটি।
সেই সূচি অনুয়ায়ী আজ রোববার প্রচার হবে এর ১৫০তম পর্ব। আওরঙ্গজেবের রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন অর্ষা, চাষী আলম, পাভেল, মিহি আহসান, এমিলা হক, সুষমা সরকার, মাহা, তামিম খন্দকার, ফরহাদ বাবু, শিবলি নোমান, তানজিম হাসান অনিক, আহসান হাবিব নাসিম, এমিলা হক, সুজাত শিমুল, সালমান আরাফাত, বাধন খান, শেলী আহসান প্রমুখ।
'ক্যাম্পাস'-এর গল্প প্রসঙ্গে তুহিন হোসেন জানান, 'গল্পটা আমাদের দেশের বিভাগীয় শহরের একটি বিশ্ববিদ্যালয় ঘিরে। যার অন্যতম চরিত্র শবনম। যে অনার্স শেষ করেছে, মাস্টার্স পরীক্ষা দেয়নি। কারণ সে ক্যাম্পাস ছেড়ে যেতে চায় না।'
কেন শবনম ক্যাম্পাস ছাড়তে চায় না, তার উত্তর মিলবে এই সিরিজে। এতে আরও থাকছে ক্যাম্পাসজীবনের হাসি, আড্ডা, প্রেম, ভালোবাসা, ঝগড়ার গল্প। এর মধ্যে ক্যাম্পাসে নতুন আগমন ঘটে সেঁজুতির। শুরু হয় নতুন গল্প।
জানা গেছে, 'ক্যাম্পাস'-এর জনপ্রিয়তার সূত্র ধরে ডাবল সেঞ্চুরির পথে হাঁটছেন এর নির্মাতা তুহিন হোসেন।