ওয়েব সিরিজে সোনাক্ষির চমক

প্রকাশ | ২০ জুলাই ২০২৪, ০০:০০ | আপডেট: ২৭ জুলাই ২০২৪, ১১:৫৯

রেজাউল করিম খোকন
সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ওয়েব সিরিজ 'হীরামান্ডি : দ্য ডায়মন্ড বাজার' নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে। ইতোমধ্যে রেকর্ডসংখ্যক দর্শক এটি দেখেছেন। এই মুহূর্তে ৪৩টিরও বেশি দেশে টপ টেনে রয়েছে ওয়েব সিরিজটি। ভারতে প্রথম সপ্তাহের দর্শক হিসেবে এক নম্বরে রয়েছে হীরামান্ডি। নেট দুনিয়ায় এই মুহূর্তে চর্চার কেন্দ্রে সঞ্জয় লীলা বনসালির ওয়েব সিরিজ হীরামান্ডিতে সোনাক্ষি সিনহার অভিনয় ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। এই সিরিজে দ্বৈত ভূমিকায় ফরিদান ও তার মা রেহানার চরিত্রে দেখা গেছে সোনাক্ষিকে। সোনাক্ষি সিনহা ওয়েব সিরিজ 'হীরামান্ডি : দ্য ডায়মন্ড বাজার'-এ তার চরিত্রের জন্য সর্বত্র প্রশংসিত। মুক্তির পর থেকেই চর্চায় রয়েছে ওয়েব সিরিজ হীরামান্ডি। দর্শকের একাংশ এই সিরিজটির প্রশংসা করেছেন, তো বাকিরা সমালোচনায় মেতেছেন। তবে এই সিরিজে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন সিরিজের ফরিদান অর্থাৎ সোনাক্ষি সিনহা। 'হীরামান্ডি' সিরিজে খলচরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষি। গল্পে তার চরিত্রটির সমকামী আঙ্গিকও প্রকাশ্যে এসেছে। গল্পে একজন পরিচারিকার সঙ্গে সোনাক্ষিকে শৃঙ্গাররত দেখানো হয়েছে। দৃশ্যটি নিয়ে অনুরাগীদের মধ্যেও চর্চা লক্ষ করা যাচ্ছে। সম্প্রতি এই দৃশ্যটি প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে কথা বলেছেন 'লুটেরা' ছবির অভিনেত্রী। সোনাক্ষি বলেন, শুরুতে বনসালি স্যার আমাকে জানিয়েছিলেন যে, ফরিদান চরিত্রটি বস্তুত উভকামী। জানিয়েছিলেন যে, সেই সময় 'হীরামান্ডি'তে প্রত্যেকেই তাদের যৌনতা নিয়ে খোলাখুলি কথা বলতেন। সিরিজে ওস্তাদজি চরিত্রটিও প্রকাশ্যে তার সমকামিতার কথা বলে। স্যার সেগুলোকেই ভিন্ন আঙ্গিক থেকে তুলে ধরতে চেয়েছিলেন। সিরিজের ফরিদান চরিত্রটি এমন, মাত্র ৯ বছর বয়সে যাকে বিক্রি করে দেওয়া হয়। সোনাক্ষির মতে, সেই জন্যই হয়তো চরিত্রটি পুরুষবিদ্বেষী। সোনাক্ষি বলেন, তবে গল্পে ওর যৌন আত্মপরিচয় সম্পর্কে নির্দিষ্ট কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। বাকিটা দর্শকের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। সম্প্রতি 'হীরামান্ডি'-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সোনাক্ষির কাজের অনেক প্রশংসা করেছেন কিংবদন্তি অভিনেত্রী রেখাও। এর সঙ্গে রেখা নিজেকে সোনাক্ষির দ্বিতীয় মা বলে অভিহিত করেছেন এবং তার সুন্দর ভঙ্গি অভিনেত্রীকে বাকরুদ্ধ করেছে। সোনাক্ষির অভিনয়ের জন্য রেখা মনে-প্রাণে প্রশংসা করেছেন। ফরিদান এবং তার মা রেহানার চ্যালেঞ্জিং দ্বৈত চরিত্রে অভিনয় করে, সোনাক্ষি সিনহা তার ভূমিকার জন্য প্রশংসা কুড়াচ্ছেন। একটি সাক্ষাৎকারে এই সিরিজে তার কাজ সম্পর্কে কথা বলার সময়, অভিনেত্রী প্রবীণ অভিনেত্রী রেখার কাছ থেকে যে প্রশংসা পেয়েছিলেন সে সম্পর্কে কথা বলেছিলেন। শুধু তা-ই নয়, নিজেকে তার 'দ্বিতীয় মা' বলেও ডাকেন রেখা। অভিনেত্রী বলেন, রেখাজি আমার মাকে বলেছিলেন যে, তিনি আমার দ্বিতীয় মা। যখন আমার মা এবং আমি ওর সঙ্গে দেখা করি, তখন তিনি আমার মাকে বলেছিলেন যে, 'ও তোমার নয়, আমার মেয়ে।' রেখার কথা শুনে অবাক হয়েছিলেন সোনাক্ষিও। তিনি বলেন, হীরামান্ডির দ্বিতীয় পর্ব দেখার পর রেখা খুশি হয়েছিলেন। সোনাক্ষির দুটি চরিত্রই রেখা পছন্দ করেছেন, বিশেষ করে রেহানার চরিত্র। সোনাক্ষি বলেন, রেখাজির কাছ থেকে প্রশংসা পাওয়া আমার কাছে অনেক বড় ব্যাপার। তিনি নিজেই এত বড় একজন অভিনেত্রী। তার কাছ থেকে প্রশংসা শুনতে খুব ভালো লাগে। রেখার মতো একজন সম্মানিত শিল্পীর কাছ থেকে প্রশংসা পাওয়ার কথা জানিয়ে সোনাক্ষি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 'তার কথার অর্থ অনেক। কার আপনি জানেন যে তিনি তার কাজের সঙ্গে কতটা জড়িয়ে। একজন ডিভা এবং একজন ব্যক্তি হিসেবে তিনি কতটা সুন্দর। তার মতো একজনের কাছ থেকে এটি শুনতে আশ্চর্যজনক লেগেছে, সোনাক্ষি বলেন। এই সিরিজে দ্বৈত চরিত্রে অভিনয় করার জন্য তিনি পেয়েছেন সব থেকে বেশি পারিশ্রমিক। অর্থাৎ দুই কোটি টাকা। এরপরই মলিস্নকাজান অর্থাৎ মনীষা কৈরালা এই সিরিজের জন্য পেয়েছেন ১ কোটি টাকা। অদিতি রাও হায়দারিকে এই সিরিজে মলিস্নকাজানের বড় মেয়ে বিব্বজানের চরিত্রে দেখা গিয়েছে।