রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

ট্রলকারীদের এড়িয়ে চলার পরামর্শ সারার

বিনোদন ডেস্ক
  ২৬ জুলাই ২০২৪, ০০:০০
ট্রলকারীদের এড়িয়ে চলার পরামর্শ সারার

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সমালোচনার শিকার হন বলিউড অভিনেত্রী সারা আলী খান। কখনো স্বজনপ্রীতি, কখনো ধর্মীয় বিষয়, কখনো আবার পোশাকের কারণেও নেটিজেনদের তির্যক মন্তব্য ধেয়ে আসে সারার দিকে। এবার তাই অনলাইন ট্রলকারীদের 'দুষ্টচক্র' বললেন এই নায়িকা।

সম্প্রতি আম্বানি পরিবারের বিয়েতে গিয়েছিলেন সারা। অনন্ত-রাধিকার বিয়ের রাত ও আশীর্বাদ দুদিনই পাকিস্তানি শিল্পী ইকবাল হোসেনের ডিজাইন করা পোশাকে সেজেছিলেন সারা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সাজসজ্জার ভিডিওটি তিনি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। পোস্টের ক্যাপশনে কেশসজ্জাশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ আর্টিস্ট- সবার নাম উলেস্নখ করলেও পোশাক শিল্পীর নাম এড়িয়ে যান। আর তাতেই কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। এত দিন চুপ থাকার পর সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে সারা কথা বলেন অনলাইন ট্রল নিয়ে। অভিনেত্রী বলেন, 'কিছু মন্তব্য দেখে বোঝা যায়, আপনাকে জোর করে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে। এই সময়টায় আপনাকে চুপ থাকতে হবে। এড়িয়ে যেতে হবে ট্রলকারীদের, কারণ, ওরা একটা দুষ্টচক্র।'

অনলাইনের এসব ট্রল একেবারেই গুরুত্বহীন বলে মনে করেন সারা। বরং তিনি মন দিতে চান জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে। তিনি বলেন, 'আজেবাজে কথা আর ভাবতে চাই না। এমন বিষয় নিয়ে ভাবতে চাই- যা জীবনে গুরুত্ব বহন করে; যে বিষয়গুলো আমাকে সমৃদ্ধ করবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।'

সারাকে সামনে দেখা যাবে 'মেট্রো ইন দিনো' সিনেমায়। এটি ২০০৭ সালে মুক্তি পাওয়া 'লাইফ ইন আ মেট্রো'র সিকু্যয়েল। এবারও পরিচালনা করছেন অনুরাগ বসু। এতে সারার সঙ্গে জুটি বেঁধেছেন আদিত্য রায় কাপুর। নতুন প্রজন্মের প্রেমের গল্প উঠে আসবে এই সিনেমায়। লাইফ ইন আ মেট্রোতে যেমন একাধিক সম্পর্কের গল্প উঠে এসেছিল, তেমনি সিকু্যয়েলেও সম্পর্কের নানা গল্প উঠে আসবে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেনশর্মা, আলী ফজল, ফাতিমা

সানা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে