শুভ জন্মদিন নন্দিত অভিনেত্রী তারিন

প্রকাশ | ২৬ জুলাই ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
পুরো নাম তারিন জাহান। কিন্তু 'তারিন' নামটা শুনলেই মনের পর্দায় ভেসে ওঠে লাস্যময়ী জনপ্রিয় এক অভিনেত্রীর অবয়ব। রূপে, গুণে আর অভিনয়ে কয়েক দশক ধরেই যিনি মাতিয়ে রেখেছেন দর্শকদের। তারিনের অভিনয় মানেই দর্শকদের বাড়তি আকর্ষণ। পরিপাটি গল্পের নাটকে তার নিখুঁত অভিনয়ে দর্শক মুগ্ধ হন বরাবরই। শৈল্পিক গুণ আর অভিনয় দক্ষতায় এখনো রয়েছেন তিনি জনপ্রিয়তায়। আজ জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন। তারিনের জন্মস্থান নোয়াখালী। ১৯৮৫ সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ 'নতুন কুঁড়ি'তে অভিনয়, নাচ এবং গল্প বলাতে প্রথম হন। তখন থেকেই তিনি শিশু শিল্পী হিসেবে ছোট পর্দায় কাজ শুরু করেন। সুযোগ পান বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় ধারাবাহিক নাটক 'এইসব দিন রাত্রি'তে। হুমায়ূন আহমেদের এই ধারাবাহিক নাটকে প্রথম শিশু চরিত্রে অভিনয় করেন তারিন। এরপর ১৯৮৮ সালে শহীদুলস্নাহ কায়সারের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক 'সংশপ্তক'-এও শিশু চরিত্রে অভিনয় করেন তিনি। প্রধান চরিত্রাভিনেত্রী হিসেবে তারিন প্রথমবারের মতো অভিনয় করেন তৌকির আহমেদের সঙ্গে 'কাঁঠাল বুড়ি' নামের নাটকে। আর এই নাটকটিই ছিল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত প্রথম নাটক। টিভির সঙ্গে সঙ্গে চলচ্চিত্রেও পা রেখেছেন তারিন। 'পিরীত রতন পিরীত ধন' এবং 'কাজলের দিনরাত্রি' নামের দুটি ছবিতে তিনি কাজ করেছেন। এর মধ্যে 'কাজলের দিনরাত্রি' ছবিটি ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়। অভিনয়ের পাশাপাশি তারিন গান গাইতেও ভালোবাসেন। ২০১১ সালের ঈদুল আজহায় 'আকাশ দেব কাকে' শিরোনামে প্রথম একক অ্যালবাম বের করেন। যেখানে তার সঙ্গে গান গেয়েছেন কলকাতার রাঘব চ্যাটার্জী ও রূপঙ্কর বাগচী এবং বাংলাদেশের ইবরার টিপু ও তপন চৌধুরী। এছাড়াও 'স্বপ্নগুলো জোনাক পোকার মতো' নাটকের শিরোনাম গানেও কণ্ঠ দিয়েছিলেন তারিন। তারিনের দর্শকনন্দিত নাটক ও টেলিফিল্মগুলোর মধ্যে রয়েছে 'ফুলের বাগানে সাপ', 'কথা ছিল অন্যরকম', 'ইউ টার্ন', 'মায়া', 'হারানো আকাশ', নূপুর', 'বছর কুড়ি পরে', 'রাজকন্যা', 'সবুজ ভেলভেট', 'কালান্তর', 'নাকফুল', 'নাকফুল', 'ছায়াবিচিত্রা', 'কাগজের বাড়ি', 'বন চালতার গায়ে', 'স্বপ্নগুলো জোনাক পোকার মতো', 'জুয়াড়ি', 'সন্ধিক্ষণ', 'ডেথ অব বার্থডে', 'জ্যোৎস্না ও তার জল', 'বৃষ্টি', 'রঙ তুলির আঁচড়', 'অবন্তী তোমার অপেক্ষায়', 'গ্র্যান্ড মাস্টার', 'কালো মখমল', 'বেওয়ারিশ মানুষ', 'অপরাহ্ন' ও 'ডেলিসিয়া হোটেল' ইত্যাদি। অভিনয়ের পাশাপাশি নৃত্য ও বিজ্ঞাপনের মডেলিংয়েও দারুণ জনপ্রিয় তারিন, প্রযোজনার সঙ্গেও জড়িত। 'এ নিউ ট্রি এন্টারটেইনমেন্ট' নামে তার একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে, যেখান থেকে একাধিক জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম নির্মিত হয়েছে। বর্তমানে আগের মতো নাটকে নিয়মিত না হলেও অভিনয় থেকে দূরে নয়। ভালো কাজ হলে তবেই তাতে যুক্ত হন তিনি। ভালো স্ত্রিপ্ট হাতে পেলেই প্রমাণ করে ছাড়েন তিনি সত্যিই একজন সুঅভিনেত্রী।