নানামাত্রিক প্রতিভার অধিকারী নুসরাত ফারিয়া। শুরুতে রেডিও জকি, এরপর টিভি উপস্থাপনা এবং তারপর সিনেমার নায়িকা হিসেবে নাম লেখান আশিকিখ্যাত এ তারকা। শুরুতেই বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেন ফারিয়া। এরপর একে একে সমান তালে নজর কাড়তে থাকেন দুই বাংলার দর্শকের মধ্যে। কেবল নায়িকা হিসেবেই নয়, এরই মধ্যে গায়িকা হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে মডেলিং ও বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হয়ে একের পর এক কাজ করে যাচ্ছেন।
চলতি বছরের শুরু থেকেই প্রবাসী বাংলাদেশিদের নিমন্ত্রণে স্টেজ শোতে পারফর্ম করতে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন দুই বাংলার তারকা নুসরাত ফারিয়া। সেই ধারাবাহিকতায় ১০ জুলাই কানাডার উদ্দেশে রওনা হয়ে কানাডার ক্যালগিরিতে পৌঁছেছেন তিনি। সেখানে গতকাল একটি স্টেজ শোতে অংশ নিয়েছেন।
নুসরাত ফারিয়া জানান, এরপর আগামী ৩ আগস্ট টরেন্টোতে এবং ৯ আগস্ট মন্ট্রিয়ালে ভিন্ন দুটি স্টেজ শোতে পারফর্ম করবেন। নুসরাত ফারিয়া বলেন, 'তিনটি ভিন্ন শোতে আমি পারফর্ম করব। তিনটি ভিন্ন শোই আলাদা আলাদা টিম ডিরেকশন দিয়েছে। প্রবাসী বাংলাদেশিদের নিমন্ত্রণে আমি এ যাত্রায় কানাডায় এসেছি।'
তিনি আরও বলেন, 'প্রতিটি পারফরম্যান্সে অবশ্যই আমি আমার প্রিয় বাংলাকে, বাংলাদেশকে তুলে ধরব। সেই সঙ্গে আমার অভিনীত সিনেমার গানও ঠাঁই পাবে আমার পারফরম্যান্সে। দেশের বাইরে খুব অল্প সময়ের জন্যই আসি বা বেশি সময়ের জন্যই আসি, দেশের বাইরে এলেই দেশকে ভীষণ মিস করি। ধন্যবাদ আয়োজকদের, যাদের নিমন্ত্রণে আমি এবার কানাডায় এলাম। খুব চমৎকার সময় কাটানো শুরু হলো ক্যালগিরিতে। আশা করছি পুরো এ জার্নিটা আনন্দদায়ক হবে ইনশাআলস্নাহ।'
গেল ঈদে নুসরাত ফারিয়াকে পুষ্টির একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে। এতে তার সহশিল্পী ছিলেন মিলি বাশার। গেল ২৪ মে ভারতের গুজরাটে অবস্থিত 'পারুল ইউনিভার্সিটি'-তে 'গেস্ট অব অনার' হিসেবে অংশগ্রহণ করে অতিথি হিসেবে বক্তৃতা দিয়ে ভীষণ প্রশংসা কুড়িয়েছেন। ভারত, বাংলাদেশসহ বিশ্বের নানান অঞ্চলে বিশেষত বাংলা ভাষাভাষীদের কাছে ইংরেজিতে তার বক্তৃতা দেওয়ায় ভীষণ প্রশংসা কুড়ায়। বাংলাদেশের সিনেমার একজন নায়িকা হয়ে তার এ মেধাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।