মারা গেছেন অস্কারজয়ী প্রযোজক জন ল্যান্ডৌ। ক্যানসার আক্রান্ত হয়ে প্রায় এক বছর চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গত শুক্রবার মৃতু্যবরণ করেন তিনি। টাইটানিক, অ্যাভাটারের মতো বিশ্ববিখ্যাত চলচ্চিত্রগুলোর প্রযোজক জন ল্যান্ডৌ ৬৩ বছর বয়সে মারা যান। জনের বোন টিনা তার সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃতু্যর খবরটি নিশ্চিত করেছেন। জন ল্যান্ডৌ হলিউডের প্রযোজক এলি এবং এডি ল্যান্ডৌ এর সন্তান। তিনি কিছু সময়ের জন্য টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স চলচ্চিত্র প্রযোজনা সংস্থার নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দ্য লাস্ট অব দ্য মোহিকানস এবং ডাই হার্ড-২ সহ বেশকিছু চলচ্চিত্রের তত্ত্বাবধান করেছেন জন।
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরনের দীর্ঘদিনের প্রযোজনা অংশীদার ছিলেন জন। তিনি ১৯৯৭ সালের বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাওয়া চলচ্চিত্র টাইটানিক নির্মাণে সাহায্য করেছিলেন। চলচ্চিত্রটি বৈশ্বিক বক্স অফিসে এক বিলিয়ন আয় অতিক্রমের রেকর্ড করেছিল।