পার্থ বড়ুয়া। দেশের প্রধানতম ব্যান্ড সোলস-এর বর্তমান কর্তাব্যক্তি। শতভাগ প্রফেশনাল সঙ্গীত জীবনের বাসিন্দা হয়েও নাটক-সিনেমায় অভিনয় করে যে পরিমাণ দাগ ফেলেছেন দর্শক মনে, সেটি সচরাচর মেলে না।
এর মধ্যে তার অভিনয় ঝলক মিলেছে 'আয়নাবাজি'তে। তাকে নিয়ে নির্মিত হয়েছে 'মেড ইন চিটাগং' নামে পূর্ণাঙ্গ সিনেমাও। মাঝে লম্বা বিরতি নিয়ে ফের চলচ্চিত্রে নাম লেখালেন এই 'সোলস'-কর্তা।
ঔপন্যাসিক মোশতাক আহমেদের প্যারাসাইকোলজিবিষয়ক উপন্যাস 'নীল জোছনার জীবন'। আর এটিকেই অবলম্বন করে নির্মাণ করা হচ্ছে সিনেমা। সরকারি অনুদানের সিনেমা 'নীল জোছনা' নির্মাণ করছেন পরিচালক ফাখরুল আরেফীন। এটি তার চতুর্থ সিনেমা। এর আগে তিনি বানিয়েছেন 'ভুবন মাঝি', 'গন্ডি' ও 'জেকে ১৯৭১'। এবার অনুদানের সিনেমা 'নীল জোছনা' নির্মাণ শুরু করেছেন তিনি। এ সিনেমায় অভিনয় করছেন পার্থ বড়ুয়া। তিনি ডা. তরফদার চরিত্রে অভিনয় করছেন। কয়েকদিন ধরে পুরান ঢাকায় এ ছবির শুটিং চলছে।
'নীল জোছনা' ছবিতে অভিনয়ের কারণ প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, 'পরিচালক আরেফীনের সঙ্গে আমার বন্ধুত্ব চমৎকার। যখন গল্পটা শোনায়, তখনই ভালো লেগে যায়। চরিত্রটাও আমার খুব পছন্দ হয়। আমার কাছে মনে হয়েছে, নতুন অভিজ্ঞতা হবে। কয়েকদিন শুটিং করেও বেশ উপভোগ্য মনে হয়েছে।' এ ছবিতে আরও অভিনয় করেছেন অভিনেত্রী শাওন। এর আগে পার্থ বড়ুয়া অমিতাভ রেজার 'আয়নাবাজি'তে সিনেমায় প্রথম অভিনয় করেন।
এ ছবিতে তার অভিনীত সাংবাদিক চরিত্রটি দর্শকমহলে প্রশংসিত হয়। কয়েক দশকের সঙ্গীতজীবন পার্থ বড়ুয়া গানে গানে শ্রোতাদের মাতিয়ে রাখলেও মাঝে মধ্যেই তাকে দেখা যায় নাটক-সিনেমায় অভিনয় করতে। নাটকের পাশাপাশি সিনেমাও অভিনয়ে বেশ প্রশংসিত হন তিনি। সর্বশেষ পার্থ বড়ুয়া অভিনয় করেন 'মেইড ইন চিটাগং' ছবিতে।
পার্থ বড়ুয়া প্রসঙ্গে পরিচালক আরেফীন বলেন, 'ডা. তরফদার চরিত্রের জন্য পার্থ বড়ুয়া মানানসই হবেন। তাই চরিত্রটি নিয়ে আলাপ করি। তিনিও চিত্রনাট্য নিয়ে আড্ডার সময় অভিনয় করতে রাজি হন। এটা বলতে পারি, এ ধরনের চরিত্রে পার্থ বড়ুয়াকে এর আগে কেউ দেখেননি।'
সিনেমাটি নিয়ে ফাখরুল আরেফিন খান আরও বলেন, 'নীল জোছনা' সিনেমার কাজ শুরু করেছিলাম প্রায় ৬ বছর আগে। সেই ২০১৮ সালের শেষের দিকে। আমার জানামতে, প্যারাসাইকোলজি নিয়ে এর আগে বাংলাদেশে কোনো কাজ হয়নি। আর সে কারণেই মোশতাক আহমেদের উপন্যাসটি পড়ার পর সিদ্ধান্ত নিই সিনেমা বানানোর। এরপর ২০১৯ সালে করোনা এবং আমার 'জেকে ১৯৭১' সিনেমার কারণে কাজটি বন্ধ ছিল। এরপর আবারও গত বছরের প্রথম থেকে কাজটি শুরু করি।'
এদিকে দীর্ঘ ১৭ বছর পর বড়পর্দায় ফিরেছেন টেলিভিশন ও সিনেমার পরিচিত মুখ মেহের আফরোজ শাওন। সাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃতু্যর পর থেকে নাটক-সিনেমার পর্দা থেকে প্রায় হারিয়ে যেতে বসা শাওনের এই প্রত্যাবর্তন ঘটছে চলচ্চিত্র দিয়ে। পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে কয়েকদিন ধরে তিনি শুটিং করছেন।
নীল জোছনা সিনেমায় অভিনয়ের বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে শাওন জানান, দীর্ঘ ১৭ বছর পর সিনেমায় অভিনয় করছেন তিনি। সর্বশেষ ২০০৭ সালে শাওনকে সর্বশেষ দেখা গেছে তার প্রয়াত স্বামী হুমায়ূনের 'জল জোছনা' সিনেমায় শুটিং করেছিলেন। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে।
এরপর অনেক নাটকে শাওন অভিনয় করলেও, চলচ্চিত্রে তার অনুপস্থিতি ছিল। সেই হিসেবে শাওন সিনেমায় ফিরছেন ১৭ বছর পর।
নতুন সিনেমা নিয়ে শাওন বলেন, প্যারাসাইকোলজি বিষয় নিয়ে নির্মিত হচ্ছে 'নীল জোছনা'। এতে আমাকে শহুরে এক নারীর চরিত্রে দেখা যাবে। এখানে একজন আইনজীবীর চরিত্রে কাজ করছি আমি। গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় কাজটির সঙ্গে যুক্ত হওয়া। প্রযোজক ও পরিচালকের পলিসিগত কারণে এখনই সিনেমা কিংবা আমার অভিনীত চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাই না।
এখন থেকে পর্দায় নিয়মিত পাওয়া যাবে কি না- সে প্রসঙ্গেও জানতে চাওয়া হয় অভিনেত্রীর কাছে। কিছুটা ধোঁয়াশা জিইয়ে রেখে বললেন, 'আসলে পরিকল্পনা করে কিছু করা হয় না। যদি পছন্দসই কাজ আসে, তাহলে করব।'
সিনেমায় ১৭ বছর পর ফিরলেও ১৩ বছর পর অভিনয় করছেন শাওন। তিনি ২০১১ সালে সর্বশেষ অভিনয় করেছিলেন 'স্বর্ণকলস' নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছিলেন হুমায়ূন আহমেদ। ৫ জুলাই ঢাকায় নীল জোছনা সিনেমায় নিজের অংশের শুটিংয়ে অংশ নেন শাওন।
শাওনকে কীভাবে কাজে যুক্ত করলেন প্রশ্নে পরিচালক ফাখরুল আরেফিন খান বলেন, 'গল্প, চিত্রনাট্য পছন্দ করেই তিনি এই সিনেমায় যুক্ত হয়েছেন। আমার সিনেমা দিয়ে শাওন বড় পর্দায় ফিরছে এটা ভালোই হলো। শুধু এতটুকু নিশ্চিত করতে পারি, এই গল্প এবং চরিত্রের সঙ্গে শাওনের কামব্যাক খুব অসাধারণ হবে।'
পার্থ বড়ুয়া ও শাওন ছাড়াও এ সিনেমায় আরও আছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলি দাম। আরও আছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, এসএম নাঈম প্রমুখ।
সিনেমার প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে। পাওলির শুটিং প্রায় শেষ জানিয়ে আরেফীন বলেন, 'পাওলি অনেক আগেই বাংলাদেশে এসেছেন। তার অল্প কিছু কাজ বাকি আছে।'