উচ্ছ্বসিত তমা মির্জা
প্রকাশ | ০৫ জুলাই ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
নায়িকা নয়, গত কয়েক বছর ধরেই নিজেকে অভিনেত্রী হিসেবেই পর্দায় তুলে ধরেছেন তিনি। কাজ করেছেন বেশ কিছু আলোচিত সিনেমা ও সিরিজে। সর্বশেষ গত বছর 'সুড়ঙ্গ' সিনেমায় ময়না চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এর পরপরই ওপার বাংলার খ্যাতিমান সংগীতশিল্পী ও পরিচালক অঞ্জন দত্তের একটি সিরিজে কাজ করেন তমা। এরপর অবশ্য অনেকটাই অপেক্ষায় ডুবেছিলেন। অপেক্ষাটা নতুন কাজের। কারণ যেনতেন গল্প, চরিত্র কিংবা পরিচালকের কাজ করতে রাজি নন এ অভিনেত্রী। এদিকে জানা গেছে, নতুন দু'টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তমা। এরমধ্যে গুঞ্জন রয়েছে ফের আফরান নিশোর সঙ্গে দেখা যেতে পারে এ অভিনেত্রীকে। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তমা ও প্রযোজনা প্রতিষ্ঠান।
সময় হলেই আনুষ্ঠানিকভাবে আসবে ঘোষণা। তবে এরই মধ্যে তমা ভক্তদের জন্য সুখবর হলো অঞ্জন দত্তের সিরিজটি এবার মুক্তি পেতে যাচ্ছে দেশীয় ওটিটি পস্ন্যাটফরম বিঞ্জে। অঞ্জন দত্তের সঙ্গে কাজ করার কথা উচ্ছ্বাসের সঙ্গেই বলে আসছিলেন তমা। তবে এবার দর্শকদের সামনে সেটি আসতে যাচ্ছে, তাই তমার উচ্ছ্বাসটা আরও বেশি। 'দুই বন্ধু' নামের এই সিরিজে তমা অভিনয় করেছেন অন্যতম প্রধান চরিত্রে। অভিনয় করেছেন অঞ্জন দত্তও। সিরিজটি মূলত দুজন বন্ধুর মিউজিক্যাল জার্নির গল্প। যেখানে থাকছে অঞ্জন দত্তের ৬টি অপ্রকাশিত গান। তমা বলেন, অঞ্জন দত্তের গান ও নির্মাণের ভক্ত আমি। তবে কাজ করতে গিয়ে দেখলাম তিনি একেবারে মাটির মানুষ। এতটা বিনয় নিয়ে নিখুঁতভাবে কাজ করেন যেটা বলে বোঝানো যাবে না। এখানে আমার চরিত্রটি বেশ সাধারণ। এরকম চরিত্র অনেকদিন বাদে করলাম। তবে কাজটি করে আনন্দিত আমি। 'দুই বন্ধু'তে অঞ্জন দত্ত ও তমা মির্জা ছাড়াও অভিনয় করেছেন সুপ্রভাত, শাওন চক্রবর্তীসহ অনেকে। এরমধ্যে শুটিং-ডাবিং-সম্পাদনা শেষ। মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও অভিনেত্রীর ধারণা সেপ্টেম্বরে এটি মুক্তি পাচ্ছে।
এম বি মানিকের 'বলো না তুমি আমার' চলচ্চিত্রের মাধ্যমে ২০১০ সালে তমা চলচ্চিত্রে অভিষিক্ত হন। বেশ কিছু চলচ্চিত্রে পার্শ্বনায়িকা হিসেবে অভিনয় করেন তমা। অনন্ত হীরা পরিচালিত 'ও আমার দেশের মাটি' চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন তিনি। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত 'নদীজন' চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও তিনি শাহাদাৎ হোসেন লিটনের 'অহংকার', দেবাশীষ বিশ্বাসের 'চল পালাই', রয়েল খানের 'গেইম রিটার্নস' ও মারিয়া তুষারের 'গ্রাস', সাদাত হোসাইনের 'গহীনের গান' চলচ্চিত্রে উলেস্নখযোগ্য ভূমিকায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও নাটকেও অভিনয় করেন তিনি।