মর্যাদাপূর্ণ সম্মাননা পাচ্ছেন শাহরুখ খান
প্রকাশ | ০৪ জুলাই ২০২৪, ০০:০০
বিনোদন ডেস্ক
বলিউড বাদশা শাহরুখ খান। ছোট পর্দায় ফৌজি সিরিয়াল থেকে অভিনয় শুরু করা শাহরুখ এখন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। তিন দশকের বেশি সময় ধরে তিনি ভক্তদের হৃদয়ে কিং খান হিসেবে স্থায়ী হয়ে রয়েছেন। মাঝখানে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কোনো সিনেমা হিট না হওয়ায় মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন তিনি। ক্ষোভে-দুঃখে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিতেও চেয়েছিলেন। তবে গত বছরে পরপর তিন ছবির অভাবনীয় সাফল্যের সুবাদে আবার চেনা ছন্দে ফিরে এসেছেন বলিউড বাদশা।
এসব খবর অনেকটাই পুরনো। নতুন খবর হলো, বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ফেস্টিভ্যাল সাইট গতকাল মঙ্গলবার ঘোষণা করেছে যে পুরস্কারটি বলিউড সুপারস্টারের ভারতীয় সিনেমায় অসাধারণ ক্যারিয়ারের সম্মানে প্রদান করা হচ্ছে।
একটি বিবৃতিতে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের শৈল্পিক পরিচালক জিওনা এ. নাজারো বলেছেন, 'শাহরুখ খানের মতো জীবন্ত কিংবদন্তিকে লোকার্নোতে স্বাগত জানানো একটি স্বপ্ন পূরণ! ভারতীয় চলচ্চিত্রে তার অবদান অভূতপূর্ব। শাহরুখ খান এমন একজন রাজা, যিনি তাকে মুকুট তুলে দেওয়া দর্শকদের কাছ থেকে কখনোই হারাননি।
এ সাহসী শিল্পী সর্বদা নিজেকে চ্যালেঞ্জ করতে ইচ্ছুক এবং বিশ্বজুড়ে তার ভক্তরা তার চলচ্চিত্রগুলো থেকে যা আশা করেন, তাদের আস্থা তিনি পূরণ করেন। তিনি একজন সত্যিকারের 'পিপলস হিরো', পরিশীলিত এবং ডাউন টু আর্থ। শাহরুখ খান আমাদের সময়ের কিংবদন্তি।
১০ আগস্ট ওপেন-এয়ার ভেনু্য পিয়াজা গ্র্যান্ডে পুরস্কার গ্রহণ করবেন শাহরুখ খান। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত তার কালজয়ী সিনেমা 'দেবদাস' প্রদর্শিত হবে এ উৎসবে। শাহরুখ ১১ আগস্ট 'ফোরাম অ্যাট স্প্যাজিও সিনেমা'তে একটি বিশেষ সাক্ষাৎকারেও উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত ১৯৯৩ সালে 'ডর' সিনেমার মাধ্যমে বলিউডে পরিচিতি পান শাহরুখ খান। ডর ছবির পরিচালক ছিলেন যশ চোপড়া এবং এ ছবিটি তৈরি হয়েছিল যশ রাজ ফিল্মসের ব্যানারে। যেখানে শাহরুখ জুহি চাওলার প্রেমে পড়েন এবং তাকে সব সময় নজরে নজরে রাখেন। তাদের ভালোবাসা পেতে তারা নমনীয় মনোভাবের পথ অবলম্বন করে। জুহি সানি দেওলকে বিয়ে করতে গিয়েছিলেন। কিন্তু শাহরুখের চরিত্রটি শেষ অবধি সম্পর্ক ভাঙার চেষ্টা করে। এ ছবিতে প্রথমবার অ্যান্টি-হিরোর ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ।