তরুণ শ্রোতাদের কাছে সংগীতের অন্যতম জনপ্রিয় নাম হাবিব ওয়াহিদ। নিজের মেধা ও যন্ত্রের মিশ্রণে তিনি এরই মধ্যে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সব গান। একক সংগীত থেকে সিনেমা সব স্থানেই দাপট রয়েছে তার। ইন্ডাস্ট্রির তরুণ মিউজিশিয়ানদের কাছে তিনি গুরু সমতুল্য। তাকে দেখে অনেকেরই হয়েছে সংগীতে হাতেখড়ি। এবারের ঈদে তুফান সিনেমায় নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
তুফান সিনেমার গানে কণ্ঠ দেওয়ার বিষয়ে গণমাধ্যকে হাবিব বলেন, 'সিনেমার শুটিং চলাকালে হঠাৎ একদিন রাফী (রায়হান রাফী) আমাকে কল করে। বলে যে, ভাই, সিনেমায় আপনার একটি গান লাগবে। আরাফাত মহসিনের টোনে তন্ময় পারভেজের লেখা গানে আমাকে কণ্ঠ দিতে হবে। এরপর আমি মিউজিক ও লিরিক দেখি। তাদের কাজ আমার পছন্দ হওয়ার পরই আমি কণ্ঠ দিতে রাজি হই। কারণ আমি সব সময় উৎসাহ পেলেই কাজ করি। সেটি নিজের গানের ক্ষেত্রে হোক অথবা অন্যের গানের। উৎসাহ না পেলে আমি কখনোই কাজ করি না। সেই উৎসাহের জায়গা থেকেই 'ফেঁসে যাই' গানে কণ্ঠ দেওয়া। প্রকাশের পর গানটি দর্শকের কাছে ব্যাপক প্রশংসিত হচ্ছে, যা ভালো লাগছে।'
এ সময় সিনেমার গানে নিয়মিত হওয়ার বিষয়েও কথা বলেন হাবিব। তিনি বলেন, 'আমি আগেই বলেছি, উৎসাহ না পেলে আমি কখনোই কাজ করি না। সেটি সিনেমা হোক অথবা একক। এ ছাড়া সিনেমার গানে আমি আলাদা একটি বিষয় লক্ষ করে থাকি। সেটি হলো, সিনেমার গল্প ও কাস্টিং। দেখা যায় অনেক সময় কাস্টিংয়ের চেয়ে গল্প ভালো হচ্ছে। তাই গানটি অভিনেতা ও অভিনেত্রীর জন্য দর্শকপ্রিয়তা পেতে ব্যর্থ হয়। সব কিছু ভালো হলে তখনই কাজটি করে আনন্দ পাই। অনেকদিন পর আবারও সিনেমায় গান করলাম। ভালো লাগছে। ভালো গল্প ও প্রোডাকশনে আমি সব সময়ই কাজ করতে আগ্রহী।'
হাবিব সব সময়ই নিজের কম্পোজিশনে কাজ করতে পছন্দ করেন। তবে তরুণদের সঙ্গে কাজ করতেও আগ্রহী এই শিল্পী। এ বিষয়ে তিনি আরও বলেন, 'আমি সব সময়ই নিজের কম্পোজিশনে কাজ করতে পছন্দ করি। তবে হঁ্যা, যখন কারও কম্পোজিশনে কাজের অফার আসে, তখন একটু বিবেচনা করতে হয়। দেখতে হয় সব কিছু ঠিক আছে কি না। যদি ঠিক থাকে, ব্যাটে-বলে হয়, তাহলেই অন্যের কম্পোজিশনে কাজ করতে আমার সমস্যা হয় না। তরুণদের সঙ্গে কাজ করতে আমি সব সময়ই আনন্দিত হই। তবে কাজ করলেই তো হবে না। ভালো কাজ না হলে আসলে তো কোনো লাভ নেই। শুধু শুধু সময় নষ্ট। যেটি করতে আমি একদমই পছন্দ করি না। 'ফেঁসে যাই' শিরোনামের গানটি আরাফাত মহসিনের টোনে লিখেছেন তন্ময় পারভেজ। তারা ভালো করেছে। আমিও চেষ্টা করেছি নিজের সেরাটি দেওয়ার। বাকি তো দর্শক বলছে।'
এদিকে হাবিব এখন পেস্নব্যাক, দ্বৈত ও জিঙ্গেল নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে হাবিব নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তরুণ শিল্পী অন্তরা কথার সঙ্গে গাওয়া দ্বৈত গান 'ভাবিনি কখনো'। এই গানটিও বেশ সাড়া ফেলেছে।