নিউ ইয়র্কে প্রতি বছর অনুষ্ঠিত হয় ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠান। অ্যাওয়ার্ড দেয়া হয় বাংলাদেশের নাটক, সিনেমা, সঙ্গীতের সেরা তারকাদের।
গত ২২ বছর যাবত এই অনুষ্ঠানটি করে যাচ্ছে শো টাইম মিউজিক। ২২তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় ৩০ জুন রাতে নিউ ইয়র্কের আমাজুরা কনসার্ট হলে। বাংলাদেশ থেকে আসা এক ঝাঁক তারকার মেলা বসে এদিন। অনুষ্ঠানটি উপভোগ করেন প্রবাসী হাজার হাজার দর্শক। এ অনুষ্ঠানে নিউইয়র্কে ২২ তম ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের তারকা ফাতিমা নাজনীন প্রিসিলা। সামাজিক কাজে অবদানের জন্য এবং একজন কনটেন্ট ক্রিয়েটর হিসাবে তৃতীয়বারের মতো অ্যাওয়ার্ড পেয়েছেন প্রিসিলা।
এর বাইরে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যারা অ্যাওয়ার্ড পান তারা হলেন- আহমেদ শরীফ, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, নিরব, তানজিন তিশা, তাহসান খান, তাসনিয়া ফারিন, মন্দিরা, কবির বকুল,কণ্ঠ শিল্পী রানু নেওয়াজ, অনিক রাজ, লায়লা প্রমুখ। অনুষ্ঠানে শো টাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান ছাড়াও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক শাহ নেওয়াজ, নিউ ইয়র্ক সিটির মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ফরহাদ সোলেমানসহ নিউ ইয়র্কের স্থানীয় ব্যক্তিরা।
প্রিসিলা এ অ্যাওয়ার্ডটিও তার সকল ফলোয়ারদের অর্জন বলে মনে করেন এবং তাদের উৎসর্গ করেন।