উপমহাদেশের অন্যতম বয়োজ্যেষ্ঠ শিল্পী সৈয়দ আব্দুল আহাদ মশকুর বলতেন গানের মাধ্যমে শিল্পী ও শ্রোতার মনোসংযোগ হওয়া চাই, গান মানে নাচানাচি বা লাফালাফি নয়- গান শুনতে হয়।
বাবা হযরত শাহজালাল (রহ.) অন্যতম সফরসঙ্গী সৈয়দ হামজা (রহ.) শেরসোয়ারীর পরবর্তী বংশধর, জন্মেছিলেন নানার বাড়িতে, নানা ছিলেন কিশোরগঞ্জের হয়বতনগরের জমিদার দেওয়ান মান্নান দাদ খাঁন ১৯৩০ সালে। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট এন্ড আর্কাইভের একজন সফল সংগ্রাহক ছিলেন তিনি, যার মাধ্যমে বাংলাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র 'দি লাস্ট কিসের স্টিল' ছবি সংগৃহীত হয়েছিল এবং দেবদাসসহ প্রায় ১৩২টি চলচ্চিত্রের প্রিন্ট ও চলচ্চিত্র অভিনেতা 'ফতেহ লোহানী'র সংরক্ষণাগার থেকে চলচ্চিত্রের মূল্যবান ৩২০০ বই তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের জন্য সংগ্রহ করেছিলেন। তিনি একজন সৌখিন সংগীতশিল্পী ছিলেন। সব সময় গান পছন্দ করতেন। গানের জন্য বয়স যে কোনো বাধা নয় তাই প্রমাণ করে গেছেন তিনি। ৯০ বছরস্পর্শী সৈয়দ আব্দুল আহাদ মশকুর মৃতু্যর এক মাস আগে ২০১৮ সালে হারানো দিনের ৮টি জনপ্রিয় গান নিয়ে একটি সিডি এ্যালবাম করেছিলেন। সংগীত পরিচালক মুজাহিদুল হক লেনিনের ও ইবনে রাজন এবং শিল্পীর বড় ছেলে সৈয়দ শাকিল আহাদের ঐকান্তিক প্রচেষ্টায় ৮টি গানের মিউজিক ভিডিওসহ এ্যালবামটি সম্পূর্ণ হয়।
যার নাম 'তুমি জানো প্রিয়া'। ২০১৮ সালে শিল্পী সৈয়দ আব্দুল আহাদের মৃতু্যর পর সেই অ্যালবামের কোনো খোঁজ মেলেনি। তার বাসায় নিজস্ব আর্কাইভের কোনো একটি আলমারীতে পড়েছিল সম্প্রতি বিভিন্ন পুরনো বইপত্র স্থানান্তরের সময় অ্যালবামের অ্যানালগ টেপ পাওয়া যায়। টেপ থেকে গানগুলো উদ্ধার করা হয়েছে।
আগামী মাসে যে কোনো শুক্রবারে সংগীতপিপাসু শ্রোতাদের সামনে উক্ত 'তুমি জানো প্রিয়া' নামের সিডিটি নিয়ে আসছে 'ওপেনমাইন্ড' নামক একটি সিডি প্রস্তুতকারী প্রতিষ্ঠান।