শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

আবারও দীপিকার ঝলক

বিনোদন ডেস্ক
  ২৯ জুন ২০২৪, ০০:০০
আবারও দীপিকার ঝলক

মুক্তি পেয়েছে চলতি বছরে প্রতীক্ষিত ভারতীয় সিনেমা 'কল্কি ২৮৯৮ এডি'। সায়েন্স ফিকশন সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে দারুণ উন্মাদনা প্রথম থেকেই দেখা গেছে। আর মুক্তি পেতেই সেটার আভাস ধরা পড়ল বক্স অফিসে। প্রথম দিনই বক্স অফিসে বাজিমাত করেছে প্রভাস-দীপিকার সিনেমাটি।

গত বৃহস্পতিবার সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে একাধিক ভাষায়। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে যেন 'কল্কি'ঝড়। এদিন ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটির আয় প্রায় ১০০ কোটি রুপি এবং বিশ্বজুড়ে সিনেমাটির আয় প্রায় ২০০ কোটি রুপি।

বলিউড বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে, ভারতীয় বক্স অফিসে সিনেমাটির প্রথম দিনের আয় ৯৫ কোটি রুপি। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে কেবল তেলুগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে এর আয় ২৪ কোটি রুপি।

এছাড়া মুক্তির দিন সিনেমা হলগুলোতে দর্শকদের দীর্ঘ লাইন অবাক করেছে সিনেবোদ্ধাদের। দিন যত বাড়বে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সমালোচকরা মনে করছেন, কল্কি আগে মুক্তি পাওয়া সিনেমাগুলোর রেকর্ডও ভেঙে দিতে পারে। শুধু তা-ই নয়, দীর্ঘদিন পর ফ্লপ নায়কের খোলস থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন প্রভাস। যদিও বিষয়টি দীপিকার কারণে হচ্ছে বলে মনে করছেন নেটিজেনরা। তাদের মতে, দীপিকার শেষ মুক্তি পাওয়া পাঠান, জওয়ান, ফাইটার সিনেমাগুলোর দারুণ সাফল্যের রেশ কল্কিতেও বজায় থাকছে।

এর আগে করোনা সংকটসহ নানা কারণে একাধিকবার পিছিয়েছে সিনেমার মুক্তি। গত ২৩ জুন সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। দুই দিনে সারা ভারতে প্রায় ৭ লাখ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। স্যাকনিল্ক ডটকমের তথ্য অনুসারে 'কল্কি ২৮৯৮ এডি' সিনেমা মুক্তির প্রথম দিনে সারা ভারতে ৬ লাখ ৯৪ হাজার ৫৫০টি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে তেলেগু ভার্সনে। টু-ডি এবং থ্রি-ডি ফরম্যাটে মোট টিকিট বিক্রি হয়েছে ৬ লাখ ৮ হাজার ৫০৭টি। প্রথম দিনের ১০ হাজার ৮২টি শো থেকে মোট আয় হয়েছে ২০ কোটি ৬৮ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৯ কোটি ১০ লাখ টাকার বেশি)।

'কল্কি ২৮৯৮ এডি' সিনেমাটিকে ক্যারিয়ারের অন্যতম একটি সংযোজন বলে মনে করছেন দীপিকা পাড়ুকোন। ছবিটি মুক্তির জন্য রীতিমতো উন্মুখ হয়েছিলেন তিনি। দীপিকার ধারণা, ভারতজুড়ে হইচই ফেলে দেবে সিনেমাটি। পাশাপাশি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা প্রভাসের প্রশংসাও করেন দীপিকা।

বর্তমানে সিনেমাটির প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন দীপিকা। সিনেমাটিতে তিনি অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে অভিনয় করেছেন। বিষ্ণুর দশম অবতার কল্কি জন্ম নেবে দীপিকা অভিনীত এই চরিত্রের কোলে। এই কল্কিই কলিযুগের অবসান ঘটাবে। যদিও কল্কি পুরুষকেন্দ্রিক সিনেমা। তবে নিজের চরিত্রের গুরুত্বও কম নয় বলে মন্তব্য করেছেন দীপিকা। এদিকে তার শেষ সফল সিনেমাগুলোও ছিল পুরুষকেন্দ্রিক। সেই জায়গা থেকে নারীকেন্দ্রিক সিনেমাতেও ভক্তরা দীপিকাকে দেখার অপেক্ষায় আছেন। দীপিকাও মনে করেন, এই সময় নারীদের জন্য আরও ভালো কিছু চরিত্র লেখা উচিত।

সিনেমা মুক্তির উপলক্ষে পাঁচতারা হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে এক মঞ্চে বলিউড ও দক্ষিণী তারকাদের সমাগম হয়েছিল। নিজের বেবি বাম্প নিয়েই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দীপিকা। আলাপচারিতার এক পর্যায়ে দীপিকাকে ধন্যবাদ জানান প্রভাস। বলেন, 'দীপিকা সুন্দরী, অভিনেত্রী হিসেবেও দুর্দান্ত; সবচেয়ে বড় কথা তিনি মহাতারকা। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে