মারা গেছেন 'আজ রবিবার' নাটকের নির্মাতা মনির হোসেন

প্রকাশ | ২৮ জুন ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক 'আজ রবিবার'-এর নির্মাতা মনির হোসেন জীবন আর নেই (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সনি রহমান। গণমাধ্যমকে তিনি বলেন, জীবন ভাই রাতে হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন। পরে দ্রম্নত তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা শেষ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। ১৯৯৩ সালে হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয় মনির হোসেন জীবনের। এর অগে সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন। হুমায়ূন আহমেদের 'আগুনের পরশমণি' সিনেমাতে ভাড়াটে সহকারী পরিচালক ছিলেন তিনি। পরে 'নক্ষত্রের রাত' নাটকে প্রথম প্রধান সহকারী হিসেবে কাজ করেন। 'আজ রবিবার' নাটক দিয়েই টিভি মিডিয়াতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মনির হোসেন জীবন। এরপর অসংখ্য নাটক নির্মাণ করেছেন তিনি। ২০০০ সাল থেকে মনির হোসেন জীবন তার নিজস্ব প্রযোজনা সংস্থা 'স্বাধীন চলচ্চিত্র' গঠন করেন। তার প্রযোজনা সংস্থা থেকে তিনি অসংখ্য একক নাটক নির্মাণ করেন। এর মধ্যে 'শাদা কাগজ', 'বন্যার চোখে জল', 'অপ্রত্যাশিত প্রত্যাশা', 'অতঃপর নিঃসঙ্গতা', 'একজন ময়না', 'গানম্যান', 'বিবাহ সংকট', 'কোরবান আলীর কোরবানী' উলেস্নখযোগ্য। এ ছাড়াও টেলিফিল্ম, ধারাবাহিক নাটক, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি।