অরুণা বিশ্বাস

ক্ষমতা পেয়ে তারা আমাকে মনে রাখেননি

প্রকাশ | ২৮ জুন ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। প্রায় দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে কাজ করেছেন অসংখ্য নাটক, টেলিফিল্ম ও সিনেমায়। যদিও গেল কয়েক বছর ধরে পর্দায় কাজের পরিমাণ কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। কখনো দেশে আবার কখনো মার্কিনমুলুকে সময় কাটাচ্ছেন তিনি। এসবের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন অরুণা। নিজের বিভিন্ন ভাবনা-চিন্তা অভিজ্ঞতার গল্প ভক্তদের সঙ্গে সেখানেই ভাগ করে নেন অভিনেত্রী। সম্প্রতি ব্যক্তিজীবনের কিছু উপলব্ধির কথা ফেসবুকে প্রকাশ করেছেন এই তারকা। যেখানে অরুণা জানান, জীবনে সাধ্যমতো যাদের পাশে দাঁড়িয়েছিলেন তারাই ক্ষমতা পেয়ে সব ভুলে গেছেন। গত বুধবার ফেসবুকে অরুণা বিশ্বাস লিখেছেন, 'আমার জীবনের দুঃখ হলো আমার কোনো আত্মীয়-স্বজন ক্ষমতার উচ্চতর কোনো জায়গায় নাই। আর বন্ধু, বান্ধব, পরিচিত যাদের আমি আপন মনে করেছি, সেটা আমি বহুবার তাদের বিপদের সময় আমার সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি কিন্তু তারা যখন কোনো ক্ষমতা পেয়েছে আমাকে মনে রাখে নাই।' অবশ্য তিনি তার পোস্টে কারও নাম উলেস্নখ করেননি। বাবা ছিলেন অরুণা বিশ্বাসের আদর্শ এবং স্টাইলের প্রতীক। তিনি মারা যাওয়ার পরই শুরু হয়েছে জীবন সংগ্রাম। শিখে গেছেন জীবনের মানে। অরুণা বিশ্বাসের কথায়, 'বাবা চলে যাওয়ার পর জীবন সংগ্রাম শুরু। জীবন কত প্রকার ও কী কী সব শিখে গেছি। জীবন আসলেই সুন্দর আনন্দময়।' অভিনেত্রীর এই পোস্টের মন্তব্যের ঘরে চিত্রনায়ক সোহেল রানা লিখেছেন, ক্ষমতায় গেলে কেউ কাউকে মনে রাখে না। চিত্রনায়িকা মুনমুন লিখেছেন, দিদি আমিও এই বাস্তবতার মুখোমুখি হয়েছি অনেকবার। একটা সময় এমন হয়েছে যে, চারদিকে তাকিয়ে দেখি আমি একা। পাশে একজন বন্ধুও পাইনি। আর যারা পাশে ছিল তাদের কাছে স্বার্থটাই বড় ছিল। তোমার প্রতি আমার শুভকামনা। অনেক অনেক ভালোবাসা দিদি। অভিনেত্রী সোহানা সাবা লিখেছেন, নামই যার পরিচয়, তার আর কিছু লাগে? জাদুশিল্পী জুয়েল আইচ লিখেছেন, দুঃখ করো না প্রিয় অরুণা। মনে রেখো, আপনা হাত জগন্নাথ।