রেকর্ড গড়ল 'তুফান'

প্রকাশ | ২৮ জুন ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রে সর্বোচ্চ শো'র রেকর্ড গড়ল ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'তুফান'। ঈদ উপলক্ষে দেশের ১২৯টি হলে মুক্তি দেওয়া হয় ছবিটি। গেল ১০ দিন ধরে হলে হলে হাউজফুল চলছে 'তুফান'। এমন রেকর্ডে ভক্ত, দর্শক আর সিনেমাপ্রেমীদের প্রশ্ন, ছবিতে বিনিয়োগ করা অর্থের কত ওঠে এলো এই কয়দিনে? রায়হান রাফি পরিচালিত ও শকিব খান অভিনীত 'তুফান' ছবির টিজার আর ট্রেলার প্রকাশের পর থেকেই তুমুল আলোচনা শুরু হয়েছে। এর ওপর এবারই প্রথম ঢালিউড সিনেমায় শাকিব টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি গড়েছেন। শুধু এখানেই থেমে থাকেনি, তুফানে চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়েও দর্শকদের ব্যাপক আগ্রহ আছে। এর আগে চঞ্চল চৌধুরী সামাজিক ও রোমান্টিক সিনেমাতে অভিনয় করে আলোচনায় এসেছেন কিন্তু এই প্রথমবারের মতো তিনি ফুল অ্যাকশন সিনেমায় অভিনয় করেছেন। সেই হিসেবে চঞ্চলেরও একটা বড় ভক্তকুল আছে। শাকিব এবং চঞ্চল এই দুই তারকা মিলেই তুফানের রেকর্ড দর্শক। তবে বাড়তি হিসেবে শাকিবের চমকে দেওয়া নতুন লুক আর মুক্তির আগেই উরাধুরা গানের ঢেউ তুফানকে আলোচনার তুঙ্গে নিয়ে গেছে। একইসঙ্গে পুরোপুরি অ্যাকশন ও কমার্শিয়াল ধাঁচের তুফানে ভরপুর বিনোদনের কারণে হলে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকরা। যারা এতদিন হলের কথা শুনে নাক সিটকাতেন, তারও ছুটে গেছেন তুফানের মোহে। ঈদের দিন থেকেই টানটান উত্তেজনা চলছে দর্শকদের মধ্যে। হল মালিকরাও দর্শকদের উন্মাদনায় বুঁদ হয়ে শো বাড়িয়ে দিয়েছেন। সিনেমা বোদ্ধারা বলছেন, তুফান বড় ধরনের ব্যবসা করবে। ব্যবসায় বাংলা ছবির রেকর্ডও গড়তে পারে। ছবির ব্যবসা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন স্টার সিনেপেস্নক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ঈদের আগে অগ্রিম টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে তুফানের বেগে সব টিকিট 'সোল্ড আউট'। ঈদের দিন স্টার সিনেপেস্নক্সের সব আউটলেট মিলিয়ে ২২টি শো চালানো হয়েছিল। মেজবাহ উদ্দিন আরও বলেন, এত শো চালানোর পরেও সিনেমাটি দেখার জন্য যে এত দর্শকের চাপ তৈরি হয়েছে তা অতীতে দেখা যায়নি। যে কারণে শো বাড়িয়ে ৫১টি করা হয়েছে। ছুটির দিন তো দর্শকের চাপ বেড়েছে বহুগুণ। শুধু স্টার সিনেপেস্নক্সেই নয়, আলোচিত তুফান ছবির দর্শক চাপ ময়মনসিংয়ের ছায়াবাণী, সিরাজগঞ্জের মিনি সিনেপেস্নক্স 'রুটস সিনে ক্লাব', সৈয়দপুরের তামান্না ডিজিটাল সিনেমা হলসহ গোটা দেশের প্রতিটি সিনেমা হলেই দেখা গেছে। প্রাপ্ত তথ্যমতে, দর্শকের চাপ সামলাতে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নীলফামারীর হলগুলোতে রাত ১১টা ও ১২টার শো চালু করেছেন হল মালিকরা। ছায়াবাণীর ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম বলছেন, দর্শকের চাপে 'লেট নাইট শো' চালাতে হচ্ছে। এদিকে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে সৈয়দপুরের তামান্না ডিজিটালে ছুটে যাচ্ছেন দর্শকরা। শুধু কি তাই, বন্যার ভয়াবহতা উপেক্ষা করে গ্র্যান্ড সিলেট সিনেপেস্নক্সে রাত ১১টার শোতেও ঢল নামছে দর্শকদের। তবে রেকর্ডভাঙা হাউজফুল শো থেকে তুফানের আয় কতটা ওঠে এলো তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি 'তুফান' কর্তৃপক্ষ। অবশ্য সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বললেন, মুক্তি পাওয়া সিনেমার আয় কত হচ্ছে, দর্শক চাহিদা কেমন, তা সরাসারি জানার কোনো সুযোগ নেই আমাদের। অন্যান্য দেশে বক্স অফিস থাকায় এ বিষয়ে সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া যায়। তবে আমাদের ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না। অবশ্য তুফান সিনেমার প্রযোজক বলেছেন, সিনেমা থেকে যা আয় হচ্ছে তা ম্যানুয়ালি সংগ্রহ করতে হচ্ছে। শুধু একটা হিসাবই হাতে আছে তা হলো, সিনেপেস্নক্সে প্রথম আড়াই দিনে ১ কোটি ২০ লাখ টাকা ক্রস সেল হয়েছে। সিনেপেস্নক্সের ইতিহাসে গত দুই দশকে কোনো সিনেমার ক্ষেত্রেই যা হয়নি। এবার খবর এল তুফানের আন্তর্জাতিক মুক্তির। ২৮ জুন বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় সিনেমাটি। খবরটি নিশ্চিত করেছেন তুফান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। তবে ২৮ তারিখ থেকে কোন কোন দেশে মুক্তি পাচ্ছে, তা জানাননি তিনি। শিগগির দেশ ও হলের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সিনেমার এই প্রযোজক। সিনেমাটি নিয়ে গণমাধ্যমে কথা বলেন শাকিব। এ সময় অভিনেতা জানান, তুফান ১০০ কোটি আয় করলে ২৫ কোটি তিনি নেবেন। এ প্রসঙ্গে শাকিব বলেন, আজকে শুধু সিনেমা দেখতে এসেছি। আমি খুব অপেক্ষায় ছিলাম, কখন যাব কখন সিনেমাটা দেখব। আমার দেশের সব মানুষকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এত এত ভালোবাসা আর সাপোর্টের জন্য। 'তুফান' ১০০ কোটি আয় করলে আমার ২৫ কোটি। আর যদি ২০০ কোটি আয় করে তাহলে ৫০ কোটি আমার। এদিকে গত বছরে ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খানের বহুল আলোচিত সিনেমা 'প্রিয়তমা'। তখন শোনা গেছিল বাংলা সিনেমার আয়ের সব রেকর্ড ভেঙে দিয়েছে 'প্রিয়তমা' সিনেমা। ছবিটি ব্যাপক দর্শকপ্রিয়তার পাশাপাশি এর দু'টি গানও তুমুল শ্রোতাপ্রিয়তা লাভ করেছিল। শুরুর দিন সারাদেশে ১০৭টি সিনেমা হলে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির ৭ দিনে 'প্রিয়তমা' আয় করেছিল ১০ কোটি ৩০ লাখ টাকা। জানা গেছে, নব্বই দশকের একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে 'তুফান'। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব। বাংলাদেশের প্রযোজনা সংস্থা চরকি, আলফা আই এবং ভারতের এসভিএফের যৌথ প্রযোজনার নির্মিত হয়েছে সিনেমাটি। প্রসঙ্গত, 'তুফান' সিনেমায় শাকিব, মিমি, নাবিলা ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু ও মিশা সওদাগরসহ অনেকেই।