বলিউডের অন্যতম সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী রিমি সেন। প্রকৃত নাম শুভামিত্রা সেন। শুভামিত্রা সেন পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালের তেলুগু চলচ্চিত্র নি থডু কাভালীতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করলেও নায়িকা হিসেবে ২০০৩ সালের জনপ্রিয় ব্যবসাসফল চলচ্চিত্র 'হাঙ্গামা'তে অভিনয় করেন। এছাড়াও রিমি বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র 'ধুম' সিরিজে প্রথম ২টি চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর কয়েকটি সুপারহিট সিনেমাও উপহার দিয়েছেন। কিন্তু কয়েক বছর পর সিনেমাজগৎ থেকে দূরে সরে যেতে থাকেন। 'কিউকি' সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। পরে তাকে সালমানের রিয়ালিটি শো 'বিগ বস ৯'-এ দেখা গিয়েছিল। সেখানেও সুবিধা করতে পারেননি তিনি। এসবের জন্য নিজের ভুলকে দায়ী করেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি নিজেই নিজের ক্যারিয়ার নষ্ট করেছি। আমি যখন কলকাতা থেকে এসেছি, আমার কাছে কিছুই ছিল না।
ঈশ্বর আমায় সব দিয়েছেন। কিন্তু আমি আমার প্রতিভা বিক্রি করতে পারিনি। তাই জীবনে কিছু অর্জন করতেও পারিনি। সালমানকে নিয়ে তিনি বলেন, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তবে কাজের জন্য আমি কখনো তার কাছে যাইনি। সালমান আমাকে সুযোগ দিয়েছিলেন। রিমি সেন আরও জানান, তিনি কখনোই 'বিগ বস'-এ যেতে চাননি। তবে নির্মাতারা তাকে শোতে অংশ নিতে বলেছিলেন। তাই তিনি মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। তিনি বলেন, আমি 'বিগ বস' থেকে ২ কোটি টাকা পেয়েছি। দীর্ঘ ১৩ বছর ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি প্রায় সাড়ে ৪ কোটি টাকার একটি প্রতারণার মামলার জন্য আলোচনায় রয়েছেন। মুম্বাইয়ের একজন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাটি করেছিলেন তিনি। তার উলেস্নখযোগ্য সিনেমাগুলো হলো- 'হাঙ্গামা', 'ভগবান', 'ধুম', 'গরম মশালা', 'ফির হেরা ফেরি', 'দিওয়ানে হুয়ে পাগল', 'গোলমাল : ফান আনলিমিটেড', 'ধুম ২' এবং 'জনি গদ্দার'। কিন্তু পরে তার সেই আকর্ষণ ক্রমশ ফিকে হতে শুরু করে। ২০১১ সালে দুটি সিনেমা করার পর অভিনয় থেকে দূরে সরে যান তিনি। ক্যারিয়ারে দ্বিতীয়বার সুযোগ দিতে রিমি সেনও 'বিগ বস'-এ অংশ নিয়েছিলেন। কিন্তু তার ক্যারিয়ার আর তেমন জমিয়ে তুলতে পারেননি। যার জন্য তিনি নিজের ভুলকেই দায়ী করেছিলেন।