রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ঝগড়া না হলে ঈদ হলো? তমা মির্জা

বিনোদন ডেস্ক
  ২১ জুন ২০২৪, ০০:০০
ঝগড়া না হলে ঈদ হলো? তমা মির্জা

প্রথমে ছোট পর্দা এবং তারপর বড় পর্দা। এখন সব জায়গাতেই। ওটিটিতেও পুরোদস্তুর। হাল সময়ের তুখোড় অভিনেত্রী তমা মির্জা। ২০১০ সালে 'বলো না তুমি আমার' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। সেই সঙ্গে বেশ কিছু সিনেমায় পার্শ্বনায়িকা হিসেবেও তুখোড় অভিনয় করেছেন তমা মির্জা। এ ছাড়া 'ও আমার দেশের মাটি' সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন তিনি। ২০১৫ সালে এসে 'নদীজন' সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন তার বড় পাওয়া।

এরপর অভিনেতা আফরান নিশোর সঙ্গে 'সুড়ঙ্গ' সিনেমায় অভিনয় করে তুমুল খ্যাতি অর্জন করেছেন অভিনেত্রী তমা। এ ছাড়া আরও বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করে আলোচিত হন তিনি। সম্প্রতি এক গণমাধ্যম সাক্ষাৎকারে ঈদের দিনটি কীভাবে কাটে তা জানিয়েছেন তমা মির্জা, 'ঈদের দিন তেমন কিছু করা হয় না। সন্ধ্যা বা রাতের দিকে বন্ধুদের বাসায় দাওয়াত থাকে, সেখানে যাওয়া হয়।

তিনি বলেন, আমি পরিবারকেন্দ্রিক একজন মানুষ। দুপুরের দিকে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার চেষ্টা করি। তাই পরিবারের সঙ্গে খাবার খাওয়ার মজাই আলাদা।'

তমা মির্জা বলেন, 'ঈদের দিন ঝগড়া না হলে আমার মনে হয় ঈদই হলো না। সকালবেলা চেঁচামেচি শুনব, এখনো গোসল হয়নি, রেডি হয়নি, এখনো সব কিছু হয়নি, এসব কিন্তু আমার বেশ ভালো লাগে।' বেশ ভালোই লাগে সেটা তো কিছুদিন আগেই বুঝিয়ে দিয়েছিলেন। কিছুদিন আগে আরেক নায়িকার নামে কোটি টাকার মামলা ঠুকে দেওয়ার মাধ্যমে। যদিও পরে সে মামলা প্রত্যাহার করে নিয়েছিলেন।

'সুড়ঙ্গ'খ্যাত এ চিত্রনায়িকা সালামি প্রসঙ্গে কথা উঠতেই চমক দিলেন। তিনি বলেন, 'জীবনে সর্বোচ্চ সালামি পেয়েছি আড়াই থেকে তিন লাখ টাকা। এর বেশি কখনো পাইনি। আর শৈশবের ঈদের স্মৃতিকথা মনে করে তমা মির্জা বলেন, 'ছোটবেলার ঈদগুলোই মজার ছিল। ওই সময় অনেক কিছু বুঝতাম না, দায়িত্বও ছিল না। আর এখন উৎসব মানেই খরচ- এইটা লাগবে, ওইটা লাগবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে