শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

সবচেয়ে এগিয়ে তৌসিফ

মাতিয়ার রাফায়েল
  ১৬ জুন ২০২৪, ০০:০০
'লাভ রেইন' নাটকে তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা

অভিনেতা তৌসিফ মাহবুব প্রথমের্ যাম্পের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এর পরে ২০১০ সালের দিকে আদনান আল রাজিবের পরিচালনায় নেসক্যাফের 'গেট সেট গো' বিজ্ঞাপনে গিটারিস্টের ভূমিকায় অভিনয় করেন। টিভিসি করার ৪ বছর পর ২০১৩ সালে রাজিবের পরিচালনায় এবং এয়ারটেল পরিবেশিত 'অল টাইম দৌড়ের উপর' নাটকে প্রথম কাজ করেন। এরপর একে বিভিন্ন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু তারপরও যেন নিজেকে সম্মুখসারিতে দেখতে পারছিলেন না। যেখানে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো প্রমুখ দাপটের সঙ্গে আছেন, সেখানে তৌসিফের নাম আসে কী করে?

এরপর সুযোগটা এসে গেল অতর্কিতেই। ওটিটি পস্ন্যাটফর্মে একে একে ছোট পর্দার সেই অভিনেতারা ঝুঁকতে লাগলেন, তখনই তৌসিফ মাহবুব তাদের জায়গাটি দখলের সুযোগ পেয়ে গেলেন। অভিনেতা তৌসিফ মাহবুব এবার ঈদে অনেক নাটকে অভিনয় করেছেন। গত ঈদেও তার বেশ কয়েকটি নাটক আলোচিত হয়েছিল। এর মধ্যে 'স্মৃতিস্মারক' অন্যতম। ঈদুল আজহায়ও থাকছে তার কয়েকটি নাটক। এর মধ্যে আছে 'চাঁদের হাট', 'রূপকথা', 'সামার ব্রেক' ইত্যদি। রূপকথার পোস্টার এরই মধ্যে অনেকের নজর কেড়েছে। এর আগে আরেক ঈদে করেছেন ৫০টি নাটকে অভিনয়।

আর এবারে করা নাটকের মধ্যে দুটি আলাদা নাটকে তৌসিফ মাহবুবকে দেখা যাবে কেয়া পায়েল ও নাজনীন নীহার সঙ্গে। ঈদের বিশেষ নাটক 'চিড়িয়াঘর'। এতে তৌসিফের বিপরীতে দেখা যাবে কেয়া পায়েলকে। অন্যদিকে 'লাভ রেইন'-এ তৌসিফের বিপরীতে থাকছেন নাজনীন নীহা।

একটা অদ্ভুত পরিবারে বাস করেন কেয়া পায়েল। পরিবারের ?প্রতিটি সদস্যের সঙ্গে একে অন্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভূমিকা থাকে কেয়ার। এমনই এক অদ্ভুত ঘরের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ঈদের বিশেষ নাটক চিড়িয়াঘর। নাটকটির নির্মাতা সাজ্জাদ হোসেন বাপ্পি বলেন, 'একটি অদ্ভুত পরিবারের গল্প রয়েছে এ নাটকে। যে পরিবারের একমাত্র প্রাণস্পন্দন ছোট মেয়ে কেয়া পায়েল। যার কাজই হচ্ছে পরিবারের সব সদস্যের মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করা। অথচ সে মেয়েটিই নিজের মনের মানুষটিকে পেতে পোড়াতে হচ্ছে কাঠ-খড়।'

এই মনের মানুষের চরিত্রেই অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাটকের মূল চরিত্র কেয়া পায়েলের, তবে তৌসিফও এ নাটকের জন্য গুরুত্বপূর্ণ। তার সঙ্গে কেয়া পায়েলের কেমিস্ট্রি এ নাটকের প্রাণ, এমনটাই জানিয়েছেন নির্মাতা। বাপ্পিরই সামার ব্রেকেও থাকছেন তৌসিফ।

নিজের চরিত্র প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, 'সৃষ্টিকর্তার কাছে কিছু চাইলে সেটা বুঝেশুনে চাইতে হয়। তা না হলে কখন কোন চাওয়া কবুল হয়ে যায়, সেটা বলা মুশকিল। যেমন, আমার চরিত্রের মেয়েটি ছোটবেলা থেকে চিড়িয়াখানা খুব পছন্দ করত। মনে মনে ভাবত, সে যেন আজীবন এমন চিড়িয়াখানায় আসতে পারে। বড় হওয়ার পর মেয়েটি লক্ষ করল, তার নিজের ঘরটাই চিড়িয়াখানায় পরিণত হয়েছে! এমনই এক অদ্ভুত পরিবারের গল্প এটি।'

নির্মাতা জাকারিয়া সৌখিন, মানে প্রকৃতির অপরূপ ক্যানভাসে সমৃদ্ধ সংলাপে অন্য প্রেমের গল্প বলা। এটুকু প্রমাণ এরমধ্যে করে ফেলেছেন তিনি। যার শেষ নজির মিলেছে অপূর্ব-তটিনীকে নিয়ে 'পথে হলো দেরী'তে।

সেই ধারাবাহিকতায় এই ঈদে নির্মাতা যথারীতি নিজের চিত্রনাট্যে হাজির হচ্ছেন 'লাভ রেইন' অথবা ভালোবাসার বৃষ্টি নিয়ে। এবার তিনি জুটি হিসেবে বেছে নিয়েছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নীহাকে। নাটকটির গল্প না হয় প্রকাশের পর জানা যাবে, কিন্তু তার আগেই এর টিজার, পোস্টার ও স্থিরচিত্রে যে লোকেশন আর গেটআপ ঝলক মিলছে, তাতেই অনুমেয়- ফের চমকে দেবেন নির্মাতা জাকারিয়া সৌখিন।

সিএমভি'র ব্যানারে ঈদের অন্যতম চমক হিসেবে নির্মিত এই নাটকে দেখা যাবে, অন্য এক প্রেমের পরীক্ষার গল্প। যে গল্পের সঙ্গে মিশে গেছে বিশ্বাস, আবেগ আর প্রকৃতির মায়াজাল। নির্মাতা জাকারিয়া সৌখিন এ কাজ প্রসঙ্গে বললেন, 'এটা একটা মিষ্টি গল্প। তৌসিফ ও নীহা ভালো করেছে তাদের চরিত্রে। তৌসিফ বরাবরই ভালো, আর নীহা নতুন হওয়া সত্ত্বেও দারুণ চেষ্টা করেছে।' এছাড়া সৌখিনই পরিচালনা করছেন রূপকথা।

এ দুই নাটকে তৌসিফকে ভিন্ন দুই চরিত্রে দেখা যাবে। ভিন্ন ধরনের চরিত্রে প্রতিনিয়তই অভিনয় করছেন তৌসিফ। এ ঈদে আরও নাটকে তাকে দেখা যাবে। এবার ঈদের আগেই ঢাকা থেকে শ্রীমঙ্গল সফরে গেলেন সময়ের দুই জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। সঙ্গে আরও ছিলেন কিংকর আহসান, জীবন রায়, ইরা প্রমুখ।

এই যাওয়াটা বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য হলেও মূলত সেটি নাটকের গল্পের বিয়ে। সফরটাও শুটিংয়ের সুবাদেই হলো তৌসিফ-তটিনীর। এই দুজনকে জুটি করে ঈদের বিশেষ নাটক নির্মাণ করলেন প্রবীর রায় চৌধুরী। নির্মাতার সঙ্গে এর যৌথ চিত্রনাট্য লিখেছেন অনিক ইসলাম। সিএমভি'র ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকটির নাম 'লাভ অ্যাঙ্গেল'। নির্মাতা প্রবীর জানান, 'এটি যেমন জার্নির গল্প, তেমনই বন্ধুত্ব ও প্রেমের গল্প। তৌসিফ-তটিনীসহ সবাই দারুণ অভিনয় করেছেন। আসলে এমন একটি কাজ সঠিক টিমওয়ার্ক ছাড়া হয় না। আমি সেই সমর্থন শিল্পী-কুশলীদের কাছ থেকে পেয়েছি। আশা করছি, কাজটি দেখে দর্শকরা আরাম পাবেন।'

প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদের সপ্তাহের বিশেষ আয়োজন হিসেবে 'লাভ অ্যাঙ্গেল' উন্মুক্ত হচ্ছে সিএমভি'র ইউটিউব চ্যানেলে।

এভাবে বর্তমান সময়ের আলোচিত অভিনেতা তৌসিফ প্রতিটি নাটকেই ভিন্ন ধরনের কিছু চেষ্টা করেছেন। অভিনেতা জানান, তিনি সব সময়ই নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে